২৩০ কেজি ওজন নিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার গল্প শোনালেন অদনান সামি। ডাক্তারের সতর্কবাণী আর বাবার কান্না তাঁকে ওজন কমাতে অনুপ্রাণিত করে।
গায়ক অদনান সামি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একসময় তাঁর ওজন ছিল ২৩০ কেজি। এই কথা জানার পর ডাক্তাররা অদনানের বাবার সামনে তাঁকে বকাঝকা করেন। এমনকি বলে দেন, যদি তিনি নিজের জীবনযাত্রায় পরিবর্তন না আনেন, তাহলে ৬ মাসের মধ্যেই মারা যাবেন।
অদনান সামির বয়ান
অদনান সামি বলেন, 'ডাক্তাররা আমাকে জানিয়েছিলেন যে আমার রিপোর্ট সীমারেখায়। তারা বললেন, যদি তুমি এই জীবনযাত্রা চালিয়ে যাও, তাহলে আমি অবাক হব না যদি ৬ মাস পর তোমার বাবা-মা তোমাকে হোটেলের ঘরে মৃত অবস্থায় পান। এটা আমার জন্য একটা ধাক্কা ছিল, কিন্তু আমি রেগে গিয়েছিলাম, কারণ তারা এসব আমার বাবার সামনে বলেছিল। আমি আমার বাবাকে এসব উপেক্ষা করতে বলেছিলাম, বলেছিলাম ডাক্তাররা নাটক করেন। ডাক্তারের কাছ থেকে ফিরে আমি সোজা একটা বেকারিতে গিয়ে সেখানকার অর্ধেক জিনিসপত্র খেয়ে ফেলি। আমার বাবা রাগী চোখে আমার দিকে তাকিয়ে ছিলেন, তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ভগবানকে ভয় পাও না? তিনি আমাকে ডাক্তারের কথা উপেক্ষা করার জন্য বকাবকি করলেন, আর আমি তাঁকে বললাম, ডাক্তাররা তো কিছু না কিছু বলবেই।'
অদনান এভাবেই ওজন কমানোর সিদ্ধান্ত নেন
এর সাথে তিনি জানান, তাঁর ওজন এতটাই বেশি ছিল যে তিনি শুয়ে ঘুমোতে পারতেন না এবং বহু বছর ধরে তাঁকে বসে ঘুমোতে হয়েছে। অদনান আরও বলেন, 'সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন যে তিনি তাঁর সন্তানকে কবর দিতে চান না। এরপর তিনি কেঁদে ফেলেন। এরপরেই আমি ওজন কমানোর সিদ্ধান্ত নিই এবং ১২০ কেজি ওজন কমাই।' অনেকে বলেছিলেন যে অদনান অস্ত্রোপচার করে ওজন কমিয়েছেন। তবে অদনান এই দাবি অস্বীকার করে জানান, তিনি শুধুমাত্র পুষ্টিকর খাবার খেয়ে ওজন কমিয়েছেন।


