- Home
- Entertainment
- Bollywood
- Bollywood Films: ২০২৫-এর শেষ ৬ মাসে বক্স অফিসে পা দেবে নতুন ৭ জুটি, দেখে নিন তালিকা
Bollywood Films: ২০২৫-এর শেষ ৬ মাসে বক্স অফিসে পা দেবে নতুন ৭ জুটি, দেখে নিন তালিকা
বলিউডে নতুন জুটিরা পা দেবে বক্স অফিসে। সিদ্ধার্থ-জাহ্নবী থেকে শুরু করে শাহিদ-তৃপ্তি, দেখে নিন কোন নতুন জুটি আসছে বলিউডে। রইল সেই তালিকা।
17

Image Credit : Social Media
সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর
সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর 'পরম সুন্দরী' ছবিতে দেখা যাবে। দুজনের রোমান্টিক কেমিস্ট্রি দেখার জন্য ভক্তরা বেশ উত্তেজিত।
27
Image Credit : Social Media
আহান পাণ্ডে এবং অনিতা পড্ডা
'সাইয়ারা' ছবিতে আহান পাণ্ডে এবং অনিতা পড্ডাকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি।
37
Image Credit : Social Media
অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর
অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর 'সন অফ সরদার ২' ছবিতে দেখা যাবে। ছবিটি ২০১২ সালের 'সন অফ সরদার'-এর সিক্যুয়েল।
47
Image Credit : Social Media
ঋতিক রোশন এবং কিয়ারা আডবানি
'ওয়ার ২' ছবিতে ঋতিক রোশন এবং কিয়ারা আডবানি দেখা দেবে। ছবিটি শীঘ্রই সিনেমা হলে মুক্তি পাবে।
57
Image Credit : Social Media
আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মান্দানা
আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মান্দানা শীঘ্রই 'থামা' ছবিতে দেখা যাবে। দুজনেই প্রথমবার একসাথে অভিনয় করবেন।
67
Image Credit : Social Media
হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়া
হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়া 'এক দিওয়ানে কি দিওয়ানগি' ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলবেন।
77
Image Credit : Social Media
শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিমরি
শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিমরি জুটি দেখা যাবে শীঘ্রই। বক্স অফিসে মাত করতে আসছে এই ছবি।
Latest Videos

