বিচ্ছেদের পর ফের একসঙ্গে আরবাজ, মালাইকা! এমনকী হার্দিক-নাতাশাও, ২০২৬-এ ফের একসঙ্গে বিচ্ছিন্নরা?
জাতীয় টেলিভিশনে রিয়্যালিটি শোর দাপট ক্রমশ বাড়ছে। একের পর এক জনপ্রিয় অনুষ্ঠান নানা ভাষায় সম্প্রচারিত হয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখছে। সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ‘দ্য ৫০’। শোনা যাচ্ছে, এই রিয়্যালিটি শো নাকি ফের এক মঞ্চে এনে দিতে পারে আরবাজ় খান–মলাইকা অরোরা এবং হার্দিক পাণ্ড্য–নাতাশা স্তানকোভিচকে।
এতদিন ধরে দর্শকদের উন্মাদনার কেন্দ্রবিন্দু ছিল ‘বিগ বস্’। বিভিন্ন ভাষায় সম্প্রচারিত এই শো ব্যাপক সাফল্য পেয়েছে। তবে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, সেই জনপ্রিয়তাকেও ছাপিয়ে যেতে পারে ‘দ্য ৫০’। ৫০ জন পরিচিত মুখকে নিয়ে চলতি মাসেই ছোটপর্দায় শুরু হতে পারে এই নতুন অনুষ্ঠান। গুঞ্জন অনুযায়ী, এই শো-তেই দেখা যেতে পারে দু’জোড়া বিচ্ছিন্ন তারকা দম্পতিকে মুখোমুখি হতে। শোনা যাচ্ছে, আরবাজ় ও মলাইকার পাশাপাশি হার্দিক ও নাতাশারও একসঙ্গে অংশ নিতে আপত্তি নেই। যদিও এখনও পর্যন্ত তাঁদের কেউই প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি।
এই দুই জুটিই নয়, আরও বেশ কিছু আলোচিত তারকাকে নাকি দেখা যেতে পারে ‘দ্য ৫০’-এর মঞ্চে। সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছে উর্ফী জাভেদ, শিব ঠাকরে, ধনশ্রী বর্মা, অংশুলা কপূর, অঙ্কিতা লোখন্ডে, নিক্কী তম্বোলী, ইমরান খান, সাবা আজ়াদ এবং ওরী। এছাড়া বিচারকের আসনে ফরাহ খানকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন। শোনা যাচ্ছে, বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় অঙ্কের আর্থিক পুরস্কার।


