- Home
- Entertainment
- Bollywood
- ঝগড়া পৌঁছেছিল চরমে, অবশেষে মান- অভিমান ভুলে এয়ারপোর্টে মালাইকাকে জড়িয়ে আদর অমৃতার
ঝগড়া পৌঁছেছিল চরমে, অবশেষে মান- অভিমান ভুলে এয়ারপোর্টে মালাইকাকে জড়িয়ে আদর অমৃতার
- FB
- TW
- Linkdin
মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়। কয়েকদিন আগে আচমকাই মালাইকার উপর রেগে গেছিলেন বোন অমৃতা আরোরা।
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে চর্চা চলতেই থাকে টিনসেল টাউনে। মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা' -তে তিনি স্ট্যান্ড আপ কমেডি করছেন। এবং মজা করতে গিয়েই নাকি মাত্রা ছাড়িয়ে ফেলছেন দিদি, এমনটাই অভিযোগ করেছিলেন অমৃতা।
যদিও ভাইবোনের ঝামেলা হওয়াটা নতুন কোনও ব্যাপার নয়। তবে প্রকাশ্য তারকাদের ঝামেলা হলে তা নিয়ে সমালোচনা চলতেই থাকে। সম্প্রতি মুম্বই এয়ারপোর্টে দেখা গেল মালাইকা ও অমৃতাকে। পাপারাৎজির সামনে একে অপরকে জড়িয়েও ধরেন মালাইকা ও অমৃতা।
তবে তারা কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। তবে এয়ারপোর্টের বাইকে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে হাত নেড়ে ভিতরে ঢুকে যান তারা। বর্ষশেষে ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছেন তারা। তেমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।
সাদা রঙের ক্রপটপ, ওভারকোর্ট, ব্যাগি প্যান্ট ও স্কার্ফ নিয়েছিলেন মালাইকা। হাতের বড় ব্যাগ নজর কেড়েছে। অন্যদিকে অমৃতা আরোরা সবুজ রঙের ওভারসাইজ শার্ট ও ম্যাচিং শর্টস পরেছিলেন। অমৃতাও গলায় স্কার্ফ
নিয়েছিলেন।
দিদি মালাইকার বলা জোকসগুলি একদমই পছন্দ করছেন না অমৃতা আরোরা। তাই দিদিকে জোকস বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে বললেন অভিনেত্রী। 'মুভিং ইন উইথ মালাইকা' -তে মা এবং ছেলের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে দেখা যায়। সেখানেই একে অপরের সঙ্গে মজায় মেতে ওঠেন।
অমৃতা মালাইকাকে বলেন, আমি তোমায় কিছু বলিনি। তুমি আমায় নিয়ে যে মজাগুলো করো সেগুলো আরও একটু চিন্তা ভাবনা করে বলতে পারো। আমি বড় পোশাক পারি, কিছু করি না সেটা বলার আগে একবার জিজ্ঞেস করে নিতে পারতে যে আদৌ আমার সম্মতি আছে কিনা এগুলো প্রকাশ্যে আনতে।
মালাইকা তখনই বোনকে বাঁধা দিয়ে বলেন, স্ট্যান্ড আপ কমেডি এভাবেই হয়। এটাই নিয়ম। অমৃতাও থামার পাত্র নন। তিনি দিদিকে পাল্টা প্রশ্ন করে বলেন, স্ট্যান্ড আপ কমেডির নমা করে তুমি যে কাউকে বাসের নিচে ছুঁড়ে ফেলে দিতে পারবে।
অমৃতা আরও বলেন, আমি আরও অনেক উদাহরণ দিতে পারি যে অন্যায়গুলো তুমি আমার সঙ্গে করছো। কিন্তু আমি বাঁধা দিইনি কারণ আমি তোমার সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাইনি। আজ এতদিন পর একসঙ্গে খাচ্ছি, তবে আমার মনে হয় কিছু জিনিসের বিষয়ে তোমারও উচিত আমার থেকে অনুমতি নেওয়ার।
ক্ষুব্ধ অমৃতাকে অনেক বোঝানোর চেষ্টা করেন মালাইকা। তবে কেন বারবার জোকসগুলোতে অমৃতাকেই টানা হবে তা নিয়ে প্রশ্ন করেন। তবে এতক্ষণ সব ঠিক থাকলেও সেদিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। তারপরেই অমৃতা গিয়ে কাউচে বসে পড়েন। আরহানও যোগ দেন মাসির সঙ্গে। মালাইকা পরে অমৃতার কাছে ক্ষমা চেয়ে নেন।