'ছত্রপতি শিবাজি'র চরিত্রে অক্ষয় কুমার, মারাঠি ছবিতে এন্ট্রি বলিউডের 'খিলাড়ি'র

 বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার একের পর এক চমক দিতে চলেছেন। এবার মারাঠি ছবিতে পা রাখছেন অক্ষয় কুমার। পাশাপাশি মারাঠি ভাষাতে এটিই তার প্রথম ছবি। ছবিতে ছত্রপতি শিবাজির ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার।

Share this Video

গত মঙ্গলবাই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল। ছত্রপতি শিবাজি মহারাজের উপর আধারিত এই ছবিতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তার উপর ছবিতে অক্ষয়কে দেখার পর থেকে প্রত্যাশা যেন দ্বিগুণ বেড়েছে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর জানিয়েছেন, এটি তার স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে। দীর্ঘ ৭ বছর ধরে এই ছবিটি নিয়ে গবেষণার কাজ করেছি। শিবাজি মহারাজের বীরত্বের সমস্ত কথা খুঁটিনাটি পড়েছি। তার জীবন-কাজ সব সম্বন্ধে জেনে বুঝে এই ছবির কাজে হাত দিয়েছি। বহু দিনেরই স্বপ্ন ছিল শিবাজি মহারাজকে দিয়ে ছবি বানানোর। অবশেষে সেই স্বপ্নপূরণ হতে চলেছে।

Related Video