সন্তান জন্মের ৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এদিন কালো পোশাকে নতুন মা-কে দেখা গিয়েছে।কেমন দেখতে হয়েছে কাপুর পরিবারের একরত্তি তা দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

গত রবিবারই মা হয়েছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের নতুন বাবা ও মা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রবিবারই মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। অভিনেত্রীর কোল আলো করে একরত্তি আসতেই খুশির খবরে মাতোয়ারা কাপুর পরিবার থেকে বি-টাউনে। সন্তান জন্মের ৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এদিন কালো পোশাকে নতুন মা-কে দেখা গিয়েছে। আলিয়ার ভক্তরা তার মেয়ের সাথেরে নতুন মাকে দেখার জন্য তাদের উত্তেজনা ধরে রাখতে পারছেন না। কেমন দেখতে হয়েছে কাপুর পরিবারের একরত্তি তা দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

এই মুহূর্তে সদ্যোজাতকে মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান আলিয়া ভাট। কোনওভাবেই পাপারাৎজিদের মুখোমুখি হতে চান না। এমনকী মেয়েকেও কড়া সতর্কতার মধ্যেই বান্দ্রায় নিয়ে এসেছেন আলিয়া ও রণবীর। বান্দ্রার বাড়িতে ফিরতেই পাপারাৎজিরা ঘিরে ধরে আলিয়াকে। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতকে নতুন মা-কে দেখা গেছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সূত্রের খবর, এই মুহূর্তে হাতে কোনও কাজ রাখেননি রণবীর। পুরো সময়টাই আলিয়া , মেয়ে ও পরিবারের সঙ্গে কাটাবেন।

View post on Instagram

চোখে -মুখে স্পষ্ট মাতৃত্বের আভা। কালো পোশাকে বলিপাড়ার নতুন মাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। রণবীরের কোলেই দেখা গেছে রাজকন্যাকে। কোনওভাবেই যেন দেখা না যায় তার পুরোপুরি ব্যবস্থা করেই কড়া সতর্কতার মধ্য দিয়েই একরত্তিকে আগলে রয়েছেন রণবীর কাপুর। । ২৯ বছরেই মা হলেন নায়িকা।প্রসববেদনা ওঠার পর প্রাকৃতিক নিয়মেই সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। এই দিনটারই অপেক্ষায় ছিলেন নতুন বাবা রণবীর। উল্লেখ্য, আলিয়ার মেয়ে হওয়ার খবরে প্রথম সিলমোহর দেন একরত্তির পিসি ঋদ্ধিমা কাপুর সাহানি। সন্তান প্রসবের খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেন আলিয়া ভাট। অভিনেত্রীর পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। পোস্টে দেখা যাচ্ছে সিংহ, সিংহী, শাবকের ছবি । যেখানে দেখা যাচ্ছে,আমাদের জীবনের সেরা খবর, আমাদের সন্তান হয়েছে, ও এক মায়াবী কন্যা। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছে। আমরা ভালবাসায় পরিপূর্ণ ও আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগঘন মা-বাবা। আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালবাসা। আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা।

View post on Instagram

সদ্যই চোখ মেলে পৃথিবীর আলো দেখছে। আর একরত্তিকে অবাক চোখে দেখছে বাবা ও মা। ফুটফুটে কন্যা সন্তানের আগমনে গোটা পরিবারের চোখে আনন্দাশ্রু। সকলেই রাজকন্যাকে দেখে আবেগ ধরে রাখতে পারছেন না। কিন্তু ছোট্ট মুখখানি দেখার পরও কান্না থামাতে পারছেন না বাবা রণবীর কাপুর। এই আবেগঘন মুহূর্ত তার জীবনে এই প্রথম বলে মনে করেছেন ঘনিষ্ঠরা। রণবীরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানালেন, রণবীরকে এতটা খুশি আগে কখনও কেউ দেখেনি।

View post on Instagram

একরত্তি মেয়েকে কোলে নিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি অভিনেতা। আনন্দে কেঁদে ফেলেছিলেন অভিনেতা। ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেল পিতৃত্বের স্বাদ পেয়ে এক লহমায় যেন বদলে গেলেন। আর তাকে দেখে পরিবারের অন্যান্যরাও কেঁদে ভাসালেন। আলিয়াও কেঁদে ফেললেন স্বামী ও সন্তানকে নিয়ে।

আরও পড়ুন-

বাড়ি ফিরে এলেন আলিয়া-রণবীর, কোলে নতুন অতিথি, কেমন দেখতে হয়েছে তা দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা

'ও এক মায়াবী কন্যা', একরত্তি সন্তানকে নিয়ে আবেগঘন পোস্ট , এখন কেমন আছেন আলিয়া?

আলিয়া না রণবীর, কার মতো দেখতে হয়েছে কাপুর পরিবারের একরত্তিকে, মুখ খুললেন ঠাকুমা নীতু