- Home
- Entertainment
- Bollywood
- ৫১-তে পা দিলেন শ্বেতা বচ্চন নন্দা , জেনে নিন অমিতাভের মেয়ে কত কোটি টাকার সম্পত্তির মালিক
৫১-তে পা দিলেন শ্বেতা বচ্চন নন্দা , জেনে নিন অমিতাভের মেয়ে কত কোটি টাকার সম্পত্তির মালিক
শ্বেতা বচ্চনের জন্মদিন। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন ৫১ বছরে পা দিলেন। তাঁর জন্ম ১৯৭৪ সালে মুম্বইতে। শ্বেতা বচ্চন পরিবারের একমাত্র সদস্য, যিনি সিনেমা থেকে দূরে রয়েছেন।
16

Image Credit : instagram
শ্বেতা বচ্চন, অমিতাভ বচ্চনের মেয়ে ৫১ বছর পূর্ণ করলেন। অভিনয়ে তাঁর এত ভয় যে তিনি কখনও সিনেমায় আসার কথা ভাবেননি।
26
Image Credit : instagram
শ্বেতা বচ্চন কেন সিনেমায় আসেননি, তা তিনি নিজেই জানিয়েছেন। স্কুলে কিছু নাটকে অভিনয় করার পর তাঁর ভয় লাগে।
36
Image Credit : instagram
শ্বেতা বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ১৬০ কোটি টাকা। গত বছর অমিতাভ বচ্চন তাঁর বাংলো 'প্রতীক্ষা' শ্বেতাকে দিয়েছেন।
46
Image Credit : instagram
শ্বেতা বচ্চন একজন ফ্যাশন ডিজাইনার। তিনি তাঁর ফ্যাশন ব্র্যান্ড MxS শুরু করেছেন। এখান থেকে তিনি ভালো রোজগার করেন।
56
Image Credit : instagram
শ্বেতা বচ্চনের বিয়ে ১৯৯৭ সালে করিনা কাপুরের তুতো ভাই নিখিল নন্দের সঙ্গে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
66
Image Credit : instagram
বিয়ের পর শ্বেতা বচ্চন ১০ বছর পরিবারের দায়িত্ব সামলেছেন। এরপর তিনি মডেলিংয়ের পাশাপাশি কিছু বিজ্ঞাপনে কাজ করেন।
Latest Videos

