সংক্ষিপ্ত

অনন্ত আম্বানি , রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মাসব্যাপী বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় ৫.০০০ কোটি টাকা।

 

বিয়ের খরচ হার মানাবে দেশের বাজেটকেও। এমনই বর্ণাঢ্য বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। জামনগড় ও ইউরোপে কয়েক মাস ধরে চলা প্রাব বিয়ের অনুষ্ঠানের পর শেষপর্যন্ত অনন্ত ও রাধিকা শুক্রবার ১২ জুলাই পাকাপাকিভাবে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের অনুষ্ঠান হবে মুম্বইয়ের বিকোসি-র জিও সেন্টারে। অতিথি তালিকায় রয়েছে বিশেষ চমক। অতিথি তালিকায় একদিকে যেমন রয়েছে দেশের তাবড় তাবড় রাজনীতিবিদদের নাম, অন্যদিকে রয়েছে বলিউট স্টারদের নামও। বর্ণাঢ্য বিয়েবাড়িতে আসছেন বিদেশী অতিথিরাও।

অনন্ত আম্বানি , রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে। বিয়ে করছেন কোটিপতি ব্যবসায়ী বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মাসব্যাপী বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় ৫.০০০ কোটি টাকা। আম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র ০.০৫ শতাংশ।

বিয়ের আগেই রিলায়েন্সের কর্মীদের বিশেষ উপহার দেওয়া হয়েছে। অনেককেই দেওয়া হয়েছে সোলার অক্ষরে লাল বাক্সে আসা উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বাক্সে লেখা ছিল , 'আমাদের দেবী ও দেবতাদের ঐশ্বরিক কৃপায় আমরা অনন্ত ও রাধিকার বিবাহ উদযাপন করি। শুভকামনা হ নীতা ও মুকেশ আম্বানি।'

শুক্রবার বান্দ্রার কুরলা কমপ্লেক্স বিকেসির জিও কনভেনশন সেন্টারে হবে বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরবর্তী কয়েক দিন ধরেই চলবে নৈশভোজ ও অভ্যর্থনা। সূচি অনুযায়ী এদিন বিয়ে শুরু হবে বিকেল ৩টে। রাত ৮টায় বরমাল্যদান অনুষ্ঠান হবে।

তবে এটাই প্রথম নয়, এর আগেও নীতা ও মুকেশ আম্বানি তাঁদের সন্তানদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করেছিলেন। ২০১৮ সালে ইশা আম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন হিলারি ক্লিনটন ও জন কেরির মত অতিথিরা। ক্রিস মার্টিন সিউজারল্যান্টের সেন্ট মরিটজেতে প্রাক বিয়ের অনুষ্ঠান হয়েছিল। মুম্বাইতে পাঁচ দিন ধরে চলেছিল বিয়ের অনুষ্ছান। রিপোর্ট অনুযায়ী পিরামলের সঙ্গে ইশা আম্বানির বিয়েতে খরচ করা হয়েছিল ৭০০ কোটির বেশি টাকা।