- Home
- Entertainment
- Bollywood
- ৩৩ বছর পূর্ণ হল 'বেটা' ছবি মুক্তির, জেনে নিন কেন এই ছবি মন কেড়েছিল দর্শকদের
৩৩ বছর পূর্ণ হল 'বেটা' ছবি মুক্তির, জেনে নিন কেন এই ছবি মন কেড়েছিল দর্শকদের
ফিল্ম বেটা ৩৩ বছর পূর্ণ করলো। অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের ছবি 'বেটা'-র মুক্তির ৩৩ বছর পূর্ণ হল। সিনেমাটি ১৯৯২ সালে মুক্তি পায়। এর পরিচালক ছিলেন ইন্দ্র কুমার।
17

Image Credit : instagram
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক ইন্দ্র কুমারের ছবি 'বেটা'-র ৩৩ বছর পূর্ণ হল। এই সিনেমায় মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
27
Image Credit : instagram
খবর অনুযায়ী, অনিল কাপুর চেয়েছিলেন এই সিনেমায় শ্রীদেবী প্রধান চরিত্রে অভিনয় করুন। তবে শ্রীদেবী নির্মাতাদের 'না' করে দেন। এরপর মাধুরী দীক্ষিতকে নেওয়া হয়।
37
Image Credit : instagram
জানা যায়, অনিল কাপুর 'বেটা'-র নির্মাতাদের বলেছিলেন, শ্রীদেবী রাজি না হলে অন্য কোনো বড় অভিনেত্রীকে নেওয়া যেত, মাধুরী দীক্ষিতকে কেন? সিনেমাটি ফ্লপ হবে।
47
Image Credit : instagram
তবে অনিল কাপুরের ধারণা ভুল প্রমাণিত হয়। মুক্তির পরেই 'বেটা' ব্লকবাস্টার হিট হয়। ৪ কোটির বাজেটের এই সিনেমা ২৩.৫ কোটির ব্যবসা করে।
57
Image Credit : instagram
সিনেমা 'বেটা'-তে অনিল কাপুর নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন। দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।
67
Image Credit : instagram
সিনেমা 'বেটা'-তে অরুণা ইরানি অনিল কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর চরিত্রটি নেতিবাচক ছিল। এই সিনেমায় অরুনা ইরানির কাজ প্রশংসিত হয়েছিল।
77
Image Credit : instagram
পরিচালক ইন্দ্র কুমার একজন চলচ্চিত্র প্রযোজক। তবে পরিচালক হিসেবে তিনি প্রথম সিনেমা বানান 'দিল', যা ব্লকবাস্টার ছিল। এরপর আসে 'বেটা'।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos

