১১ বছরের দাম্পত্যের পর এষা দেওল ও ভরত তখতানির বিচ্ছেদ। এষার অভিনয়ে ফেরার পেছনে ডিভোর্সের গুঞ্জন। এবার শোনা যাচ্ছে, ভরত নতুন করে বিয়ে করতে চলেছেন।

বাবা-মায়ের দেখেনো পথে হেঁটেই বলিউডে কেরিয়ার তৈরি করেছিলেন এষা দেওল। এ সময় সেরা নায়িকাদের তালিকায় ছিলেন তিনি। হেম-ধর্মেন্দ্রর কন্যা তবে সে অর্থে সাফল্য পাননি। হিট-ফ্লপ ছবি মিলিয়ে ঝুলিতে আছে অনেক ছবি। মাঝপথে যদিও কেরিয়ার ছেড়ে সংসারে মন দেন। বিয়ে করেন ভারত তখতানিকে। কিন্তু, গত বছর থেকে ফের খবরে রয়েছেন এষা। আবার ফিরেছেন অভিনয় জগতে। ওটিটি-তে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি। তাঁর অভিনয় জগতে ফেরার অন্যতম কারণ হল ডিভোর্স। সদ্য ১১ বছরের দাম্পত্যের ইতি ঘটেছে এষার। দুই মেয়েকে নিয়ে বেশ কিছুদিন আলাদাই থাকেন। এবার শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন ভরত। তিনি সোশ্যাল মিডিয়ায় তার বান্ধবী মেঘনার সঙ্গে ছবি শেয়ার করেছেন। এখন বিয়ের তারিখ প্রকাশ্যে না এলেও শোনা যাচ্ছে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন ভরত।

জেনে নিন কত কোটি টাকার মালিক এষা দেওল?

এষা দেওল বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর বড় মেয়ে। তিনি ২০০২ সালে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। 'ধুম' এবং 'নো এন্ট্রি'র মতো হিট ছবি থাকা সত্ত্বেও তার ফिল্মি কেরিয়ার খুব বেশি উচ্চতায় পৌঁছায়নি। এরপর তার সাথে ভরত তখতানির দেখা হয়। কিছুদিনের মধ্যেই এষা মুম্বাইয়ের ইসকন মন্দিরে তার সঙ্গে বিয়ে করেন এবং অভিনয় জগত থেকে দূরে সরে যান। পরে তিনি 'কেকওয়াক' নামক একটি স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমে ফিরে আসেন এবং ২০১২ সালে রিয়েলিটি শো 'রোডিজ এক্স ২'-এ গ্যাং লিডার হিসেবে দেখা যায়। তবে, এই প্রত্যাবর্তন সম্পর্কে স্পষ্ট তথ্য সীমিত। এর সঙ্গ সঙ্গে তিনি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঈশা দেওলের মোট সম্পত্তি প্রায় ৫০ থেকে ১০০ কোটি টাকার মধ্যে।

ভরত তখতানির নেট ওয়ার্থ কত?

ভরত তখতানি মুম্বাইয়ের এক নামী সিন্ধি পরিবারের সদস্য। তিনি একজন খ্যাতনামা ব্যবসায়ী। ভরত ১৯৫০ সালে প্রতিষ্ঠিত বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড 'জার জুয়েলস প্রাইভেট লিমিটেড'-এর পরিচালক এবং এর সাথে সাথে তিনি আর.জি. ব্যাঙ্গেলস প্রাইভেট লিমিটেডও পরিচালনা করেন। ইন্ডিয়া টুডে এবং অন্যান্য মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভরত তখতানির মোট সম্পত্তি ১৬৫ কোটি টাকার বেশি। সুতরাং, ভরত তার প্রাক্তন স্ত্রীর থেকে সম্পত্তির দিক দিয়ে অনেক এগিয়ে।