- Home
- Entertainment
- Bollywood
- Valentine's Day পালন করলেন বিপাশা-করণ, দেখে নিন কেমন করে কাটালেন ভালোবাসার দিবস
Valentine's Day পালন করলেন বিপাশা-করণ, দেখে নিন কেমন করে কাটালেন ভালোবাসার দিবস
বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার ভালোবাসা দিবসে রোমান্টিক ছবি শেয়ার করেছেন। প্রেমময় ছবিতে দুজনে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে। তবে, কিছু ব্যবহারকারী করণকে 'বিরক্তিকর' বলেছেন।

১৪ ফেব্রুয়ারি যেখানে বিশ্বজুড়ে ভালোবাসা দিবস পালিত হচ্ছিল, সেখানে বিপাশা বসু কি করে দূরে থাকবেন। তিনিও স্বামী করণ সিং গ্রোভারের সাথে ভালোবাসার এই দিনটি ভালোবাসার সাথেই পালন করলেন।
বিপাশা বসু সোশ্যাল মিডিয়ায় করণ সিং গ্রোভারের সাথে কিছু রোমান্টিক ছবি শেয়ার করেছেন।
ক্যাপশনে বিপাশা লিখেছেন, "Monkeylove❤️🧿 I love you my monkey … Now & Forever ♾️❤️🧿 Each day … Everyday … More & More ❤️🧿 Happy Valentines Day to all ❤️
ছবিতে কোথাও করণ বিপাশার গালে চুম্বন করছেন, আবার কোথাও দুজনকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা যাচ্ছে।
বিপাশা এবং করণের ছবি দেখে বেশিরভাগ মানুষ লাল হার্টের ইমোজি শেয়ার করে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।
আবার, কিছু লোক এমনও আছেন যারা করণকে ট্রোল করছেন এবং তাকে বিরক্তিকর বলছেন।
উল্লেখ্য, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের প্রেম ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'আলোন' ছবির সেটে শুরু হয়েছিল। তাদের বিয়ে হয়েছিল ৩০ এপ্রিল ২০১৬ সালে। ১২ নভেম্বর ২০২২ সালে তাদের মেয়ের জন্ম হয়, যার নাম তারা রেখেছেন দেবী।