বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। চিকিৎসায় সাড়া দেওয়ায় তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। ৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা।

সোমবার দিনভর ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে চলেছে উৎকন্ঠা। গত রাতেও ধর্মেন্দ্রকে দেখতে ভিড় জমান বলিতারকারা। হাসপাতালে গিয়েছিলেন সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খান, গোবিন্দা থেকে আমিশা প্যাটেল। তেমনই দেখা গিয়েছিল দেওল পরিবারের সদস্যদের। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যায় ধর্মেন্দ্রর প্রয়াণের খবর। তারপর সানি দেওলের টিমের পক্ষ থেকে প্রকাশ করা হয় বিবৃতি। সেখানে জানানো হয় স্থিতিশীল আছেন ধর্মেন্দ্র। 

এরই মাঝে আসল আরও এক খারাপ খবর। অসুস্থ প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। ৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। বুকে সংক্রমণ বেঁধে যাওয়ায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। মাঝে তাঁর অবস্থার অবনতি হলেও বর্তমানে স্থিতিশীল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। জানা যাচ্ছে, ৩ থেকে ৪ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে তাঁকে। ৮৯ বছর বয়সী প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে।

এদিকে গত রাতে প্রেম চোপড়ার পরিবারের তরফে জানানো হয়, অভিনেতাকে রুটিন চেকআপের জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে, এখনই প্রেম চোপড়ার অসুস্থতা নিয়ে কোনও রকম তথ্য প্রকাশে নারাজ পরিবার।

পাঞ্জাবি সিনেমা দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন প্রেম চোপড়া। জাতীয় পুরষ্কার পান প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। তিনি ১৯৬০ সালে চৌধুরী কারনাইল সিং ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। ষাট-সত্তরের দশকে অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন অভিনেতা। তাঁর ঝুলিতে আছে ৩৮০টিরও বেশি ছবি।