- Home
- Entertainment
- Bollywood
- জঙ্গিরা প্রথমে অপহরণ করে পরে নৃশংস খুন করে তাঁর বাবাকে, কোন নায়িকার বাবার সঙ্গে এমন ঘটেছিল জানেন?
জঙ্গিরা প্রথমে অপহরণ করে পরে নৃশংস খুন করে তাঁর বাবাকে, কোন নায়িকার বাবার সঙ্গে এমন ঘটেছিল জানেন?
India Pakistan Tension: বলিউড অভিনেত্রী নিমরত কৌর একজন শহিদ কন্যা। জঙ্গিদের হাতে প্রাণ হারান তাঁর বাবা মেজর ভূপেন্দর সিং। ১৯৯৪ সালে কাশ্মীরে জঙ্গিরা তাঁকে অপহরণ করে হত্যা করে।

ভারত ও পাকিস্তান নিয়ে তপ্ত সারা দেশ। এই মুহূর্তে যুদ্ধ স্থগিত হলেও পরিস্থিত এখনও স্বাভাবিক নয়।
এই ভয়ঙ্কর পরিস্থিতে উঠে এল নায়িকার কথা। ইতি বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। আর তিনি বাস্তবে শহিদের সন্তান।
এয়ারলিফ্ট, স্কাই ফোর্সের মতো একাধিক ছবিতে কাজ করেছেন এই শহিদ কন্যা। এক সময় জঙ্গিদের হাতে প্রয়াত হতে হয়েছিল তাঁর বাবাকে।
জঙ্গিরা প্রথমে অপহরণ করে পরে নৃশংস খুন করে তাঁর বাবাকে। ইনি অভিনেত্রী নিমরত কৌর।
তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনা। মেজর ভূপেন্দর সিং-র কন্যা তিনি।
শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে আসে জওহর টানেল। সেখান থেকে একটু এগিয়ে ভেরিনাগ। সেখানে পোস্টিং হয় নিমরতের বাবার।
কাশ্মীর সে সময় নিরাপদ ছিল না হলে পরিবারকে নিয়ে যাননি মেজর ভূপেন্দর সিং। ফলে নিমরত তাঁর পরিবারের সঙ্গে পঞ্জাবেই ছিলেন।
নিমরত বলেন, সালটা ছিল ১৯৯৪। আমি তখন খুব ছোট। স্কুল বড়দিনের ছুটি চলছে। বাবার সঙ্গে দেখা করব বলে কাশ্মীর যাই। তখন হিজবুল মুজাহিদিনের দল বাবাকে অপহরণ করে।
… ওদের দাবি ছিল কয়েকজন জঙ্গিকে মুক্তি দিতে হবে, তবেই বাবা ছাড়া পাবে। বাবা রাজি হননি। সাত দিন অপেক্ষার পর বাবাকে মেরে ফেলে ওরা। বাবার তখন মাত্র ৪৪ বছর বয়স।
জানা গিয়েছে, মৃত্যুর পর শৌর্যচক্রে ভূষিত করা হয় মেজর ভূপেন্দর সিংকে। বাবার প্রয়াণের কথা আজও দগদগে নিমরতের মনে।
অপারেশন সিঁদুর ও সিঁদুর ২-র সময় ভাইরাল হয় নিমরত কৌরের বাবার কাহিনি। যা ফের দাগ কেটে গিয়েছে দর্শক মনে।

