Shah Rukh Khan: ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে 'বলিউড বাদশা' বলে অভিহিত করা হয়। তিনি যে সত্যিই বাদশা, সেটা তাঁর সম্পত্তির পরিমাণ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে।
Shah Rukh Khan Billionaire: ৩৩ বছর ধরে বলিউড (Bollywood) শাসন করছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’, তাঁর বলিউডের পথচলা নিজেই এক সিনেমার কাহিনী। বলিউডে পা দেওয়ার তিন দশক পর তার হাতে ধরা দিয়েছেন বহু আকাঙ্ক্ষার জাতীয় পুরষ্কার, তবে এখানেই শেষ নয়। ভাগ্যদেবী যেন এবার একটু বিশেষ নজর দিয়েছেন কিং খানের দিকে। তাই তো 'বলিউড বাদশা' শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। বলিউডের কিংয়ের অনুরাগীদের জন্যে খুশির খবর। ভারতের বুকে নয়, এবার সারা বিশ্বে রাজ শাহরুখ খানের। আনুষ্ঠানিকভাবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করলেন তিনি। সদ্য প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ (Hurun India Rich List 2025) অনুযায়ী, ৩৩ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করে তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪৯০ কোটি টাকা।
হলিউড তারকাদের ছাপিয়ে গেলেন শাহরুখ
সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খান পেছনে ফেলে দিয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ারজেনেগার ও জেরি সিনফেল্ড (প্রত্যেকে ১.২ বিলিয়ন ডলার) এবং সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)-এর মতো বিশ্ববিখ্যাত তারকাদের। হুরুন তালিকায় বলিউডের ধনীতম ব্যক্তিদের মধ্যে শাহরুখ খানের পরেই আছেন জুহি চাওলা ও তাঁর পরিবার (৭,৭৯০ কোটি), হৃতিক রোশন (২,১৬০ কোটি), করণ জোহর (১,৮৮০ কোটি) এবং অমিতাভ বচ্চন (১,৬৩০ কোটি)।
অভিনয়ের পাশাপাশি ব্যবসা থেকেও আয়
তবে শাহরুখ খানের আয় শুধুমাত্র সিনেমা থেকে নয়। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment), VFX স্টুডিও, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, আন্তর্জাতিক বিজ্ঞাপন চুক্তি ও দুবাই-সহ বিদেশে একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। শাহরুখের জনপ্রিয়তার পাশাপাশি তাঁর সম্পত্তির পরিমাণও বেড়েই চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


