জাতীয় পুরস্কার জিতে ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন শাহরুখ খান। অসুস্থতার জন্য এক হাতে উদযাপন করলেও, পরিবার, 'জওয়ান' টিম এবং ভক্তদের ধন্যবাদ জানাতে ভুললেন না বাদশা।
বিগত তিন দশক ধরে বলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন শাহরুখ। দীর্ঘ উত্থান-পতনের পর সফল হয়েছেন। অবশেষে জাতীয় পুরস্কার এল শাহরুখ খানের ঝুলিতে। শুক্রবার সন্ধ্যা থেকে বাদশার অনুরাগীরা উচ্ছ্বসিত।
এই জয়ের পর ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি সদস্য, চেয়ারম্যান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ।
সেই ভিডিওতেই ভক্তদের উদ্দেশে রসিকতা করে বলেন, আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই কিন্তু আমি তো খানিক অসুস্থ। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন প্রস্তুত রাখো, আমি খুব শিগগিরি প্রেক্ষাগৃহে আসছি। এবং পথেঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে। তাই ততক্ষণ পর্যন্ত কেবল এক হাতেই উদযাপন হোক।
ভিডিও-তে জওয়ান টিমকে ধন্যবাদ জানাতে ভুললেন না বাদশা। তিনি বলেন, রাজু স্যার, সইদ, অ্যাটলি স্যার এবং ওঁর গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে জওয়ান ছবিতে সুযোগ দেওয়ার জন্য। আমার টিমের প্রত্যেককেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করা জন্য। আমাকে যেন ভালো দেখায়, সেটার প্রতি ওদের আমার থেকেও বেশি নজর থাকে।
তিনি আরও বলেন,... আমার স্ত্রী, সন্তানরা দানে সিনেমার প্রতি আমার প্যাশনের জন্যই আমি ওদের থেকে অনেক সময়ে দূরে থাকি। কিন্তু, কোনও রকম অভিযোগ না করে সবটা হাসিমুখেই মেনে নেয়। এবং সর্বপরি আমার ভক্তদের ধন্যবাদ। আপনাদের আনন্দাশ্রু… এই পুরস্কারটি আপনার জন্য। জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটা আমায় মনে করিয়ে দেওয়া যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। এই সম্মান আমায় বোঝায়, কঠিন পরিশ্রম করে যাও, নতুন কিছু করতে থাকো আর সিনেমায় নিজের অবদান রেখে এগিয়ে যাও। কোলাহলে ভরা পৃথিবীতে, এই পুরস্কার আমার কাছে আশীর্বাদ। কথা দিচ্ছি, এই পুরস্কার আমার কাজের পরিধি নয়, বরং আরও আমাকে আরও কাজ করতে উৎসাহ জোগাল। আমায় মনে করিয়ে দিল যে, অভিনয় শুধু একটা কাজ নয়, এটা একটা দায়িত্ব। পর্দায় সত্যিটাকে তুলে ধরার দায়িত্ব। সবার ভালোবাসার কাছে আমি নতশির। এই সম্মানের জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ।


