সংক্ষিপ্ত
বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাড়িতেই প্রয়াত হন জুনিয়র মেহমুদ ওরফে নঈম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
ফের খারাপ খবর বিনোদন জগতে। সদ্য প্রয়াত হলেন বর্ষীয়ান কৌতুক অভিনেতা। মাত্র ৬৭ বছরে প্রয়াত হলেন অভিনেতা জুনিয়র মেহমুদ। ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। কিছুদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাড়িতেই প্রয়াত হন জুনিয়র মেহমুদ ওরফে নঈম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
কৌতুক অভিনেতা হিসেবে খ্যাত ছিলেন জুনিয়র মেহমুদ। পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তালিকায় আছে কাটি পতঙ্গ, মেরা নাম জোকার, পরওয়ারিশ এবং দো অর দো পাঁচ।
জুনিয়র মেহমুদের কেরিয়ার শুরু ১৯৬৭ সালে। সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ছবিতে প্রথম শিশু শিল্পী হিসেবে কাজ করেন। ছবির নাম নৌনিহাল। সে সময়ই জনপ্রিয়তা পান। মেহমুদের সঙ্গে তাঁর হুবহু মিল ছিল। সে কারণে তিনি খ্যাতি পান জুনিয়র মেহমুদ নামে। কৌতুক অভিনেতা হিসেবে দেশের বাইরেও বহু অনুষ্ঠান করেছেন। নঈমের অভিনয় বরাবর মুগ্ধ করত দর্শকদের।
অবশেষে নিভে গেল প্রদীপ। প্রয়াত হলেন জুনিয়র মেহমুদ। দু সপ্তাহ আগে জুনিয়র মেহমুদের ক্যান্সার আক্রান্তের কথা আসে প্রকাশ্যে। মৃত্যুর কদিন আগে জনি লিভার তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা যায়। তিনি সব সময় সকল দর্শকদের মন জয় করে গিয়েছেন।
এদিকে কদিন আগে প্রয়াত হন প্রয়াত CID খ্যাত ইনস্পেক্টর ফ্রেডরিক্স, মাত্র ৫৭ বছরে চলে গেলেন অভিনেতা দীনেশ ফড়নিস। দীর্ঘদিন ধরে গুরুতর ভাবে অসুস্থ ছিলেন দীনেশ ফড়নিস। যকৃৎ বিকল হয়ে মৃত্যু হল তাঁর। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। হাজার প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না। শেষ প্রয়াত হলেন CID খ্যাত দীনেশ ফড়নিস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে কার্তিক, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে
রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন একাধিক তারকা, দেখে নিন তালিকায় কে কে আছেন