সংক্ষিপ্ত
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রীতীশ নন্দীর ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অনুপম খের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তাঁকে তাঁর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বলে অভিহিত করেছেন।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দীর মৃত্যু হয়েছে। তিনি ৭৩ বছর বয়সি ছিলেন। ৮ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় মুম্বইয়ে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যাচ্ছে, তাঁর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। বিশিষ্ট অভিনেতা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক থেকে চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠা প্রীতীশ নন্দীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন প্রীতীশ নন্দীর মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত এবং মর্মাহত। একজন অসাধারণ কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং সাহসী ও অদ্বিতীয় সম্পাদক/সাংবাদিক। মুম্বইয়ে আমার প্রাথমিক দিনগুলিতে তিনি ছিলেন আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম এবং আমার শক্তির সবচেয়ে বড় উৎস। আমাদের মধ্যে অনেক মিল ছিল।’
প্রীতীশ নন্দীর প্রয়াণে শোকাহত অনুপম খের
অনুপম খের তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘আমি যাঁদের সঙ্গে দেখা করেছি, তিনি তাঁদের মধ্যে সবচেয়ে নির্ভীক ব্যক্তিদের একজন ছিলেন। সবসময় জীবনের চেয়েও বড়। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা প্রায়ই দেখা করতাম না, কিন্তু একটা সময় ছিল যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম। আমি কখনই ভুলব না, যখন তিনি আমাকে ফিল্মফেয়ারের প্রচ্ছদে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য ইলাস্ট্রেটেড উইকলিতে স্থান দিয়ে আমাকে অবাক করেছিলেন। তিনি সত্যিকার অর্থেই বন্ধুদের বন্ধু ছিলেন। আমি আপনাকে এবং আপনার সঙ্গে কাটানো সময় সবসময় মনে রাখব, বন্ধু।’
আগামী সপ্তাহে ছিল জন্মদিন
১৫ জানুয়ারি, ১৯৫১ সালে বিহারের ভাগলপুরে প্রীতীশ নন্দীর জন্ম। নিজের ৭৪-তম জন্মদিন উদযাপনের সাতদিন আগেই তিনি পৃথিবীকে বিদায় জানালেন। চলচ্চিত্র নির্মাতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন কবি, চিত্রশিল্পী, সাংবাদিক, প্রাক্তন সাংসদ, মিডিয়া এবং টিভি ব্যক্তিত্ব, পশুপ্রেমী। ১৯৯৮ সালে শিবসেনার টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং ৬ বছর ধরে তিনি সেবা দিয়েছিলেন। ১৯৭৭ সালে ভারতের রাষ্ট্রপতি তাঁকে পদ্মশ্রীতে ভূষিত করেছিলেন।
প্রীতীশ নন্দীর জনপ্রিয় ছবি কোনগুলি?
প্রযোজক হিসেবে প্রীতীশ নন্দী 'ঝংকার বিটস', 'চামেলি', 'হাজারো খোয়াইশ আইসি', 'আগলি অউর পাগলি', 'রাত গেই বাত গেই', 'শাদী কে সাইড ইফেক্টস' এবং 'মাস্তিজাদে'র মতো সিনেমা প্রযোজনা করেছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অভিনেত্রী মনিষা কৈরালা মুখ দুর্গন্ধ, রোম্যান্টি দৃশ্য শ্যুট করা হয়ে উঠেছিল কঠিন, দাবি ববি দেওলের
‘অ্যানিমেল’ ছবিতে সাহসী চরিত্রে অভিনয়ই কাল হল, আশিকি ৩ থেকে বাদ পড়লেন তৃপ্তি ডিমরি
Viral Video: দুবাইয়ে রেসিংয়ে অভিনেতা অজিত কুমার মারাত্মক দুর্ঘটনার কবলে! কপাল জোড়ে বাঁচলেন