একই নামে ৬ বার হিট হয়েছে এই ছবি, দেখা গিয়েছে ৩ জন হিরোকে, জানেন কোন ছবি?
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একই নামে অনেক ছবি তৈরি হয়। কিছু হিট হয়, কিছু ফ্লপ। কিন্তু আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা একই নামে ৬ বার তৈরি হয়েছে এবং প্রতিবারই বক্স অফিসে দারুণ আয় করেছে।
- FB
- TW
- Linkdin
)
যে টাইটেলটির কথা বলা হচ্ছে, সেটি হল 'রাজ'। প্রথমবার এই নামে ১৯৬৭ সালে সিনেমা তৈরি হয়েছিল, যেখানে রাজেশ খান্না ও ববিতা প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল।
দ্বিতীয়বার 'রাজ' নামের সিনেমা ১৯৮১ সালে তৈরি হয়েছিল। এতে রাজ বব্বর ও সুলক্ষণা পণ্ডিত প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটিও বক্স অফিসে হিট হয়েছিল।
তারপর তৃতীয়বার ২০০২ সালে 'রাজ' নামের সিনেমা মুক্তি পায়, যেখানে বিপাশা বসু ও ডিনো মরিয়া একসঙ্গে কাজ করেন। ৫ কোটিতে তৈরি এই সিনেমাটি সেই সময় ৩০ কোটির বেশি আয় করেছিল।
২০০৯ সালে চতুর্থবার 'রাজ' টাইটেলে সিনেমা তৈরি হয়েছিল। এতে ইমরান হাশমি, কঙ্গনা রানাওয়াত ও অধ্যয়ন সুমন প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটিও দারুণ আয় করেছিল।
তারপর ২০১২ সালে 'রাজ ৩' মুক্তি পায়, যেখানে বিপাশা বসু, ইমরান হাশমি ও ইশা গুপ্তা ছিলেন। ২৮ কোটির বাজেটে তৈরি এই সিনেমাটি সেই সময় ৬৯.৭৩ কোটির দারুণ আয় করেছিল।
এরপর ২০১৬ সালে 'রাজ-রিবুট' মুক্তি পায়। এতে ইমরান হাশমি, কৃতি খারবান্দা ও গৌরব অরোরা প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটিও হিট হয়েছিল।