- Home
- Entertainment
- Bollywood
- বলিউডের এই ৮ বন্ধু জুটিকে চেনেন? ঝড়-ঝাপটা সামলে বছরের পর বছর যাদের সম্পর্ক অটুট
বলিউডের এই ৮ বন্ধু জুটিকে চেনেন? ঝড়-ঝাপটা সামলে বছরের পর বছর যাদের সম্পর্ক অটুট
Bollywoods Iconic Friendships: জাতীয় বন্ধু দিবস উপলক্ষে, বলিউডের সেরা বন্ধুদের জুটি সম্পর্কে জানুন। কিছু বন্ধুত্ব শৈশব থেকে, কিছু তারকাখ্যাতির পরেও অটুট।
- FB
- TW
- Linkdin
Follow Us
)
১. সলমান খান-অজয় দেবগনের বন্ধুত্ব অনেকের অজানা। একে অপরের ছবিতে ক্যামিও করেছেন, তবে তাদের বন্ধুত্ব লোকচক্ষুর আড়ালে।
২. অভিষেক বচ্চন ও সিকান্দার খেরের বন্ধুত্ব শৈশব থেকে। খের একে অসাধারণ বন্ধুত্ব বলেছেন। অভিষেকের মেয়ে আরধ্যাকে নিজের মেয়ের মতো ভাবেন।
৩. শাহরুখ খান ও জুহি চাওলার বন্ধুত্ব সকলের জানা। অনেক ছবিতে একসাথে কাজ, প্রযোজনা সংস্থা ও আইপিএল দলের সহ-মালিক।
৪. করিনা কাপুর খান ও অমৃতা আরোরার বন্ধুত্ব দুই দশকেরও বেশি। সব সময় একে অপরের পাশে।
৫. আনন্যা পাণ্ডে ও সুহানা খানের বন্ধুত্ব শৈশব থেকে। একই স্কুলে পড়াশোনা, আজও বন্ধুত্ব অটুট।
৬. রণবীর কাপুর ও অয়ন মুখার্জীর বন্ধুত্ব শৈশব থেকে। একই স্কুলে পড়াশোনা, একসাথে প্রথম ছবি 'ওয়েক আপ সিড'।
৭. করণ জোহর ও কাজলের বন্ধুত্ব অটুট। করণ কাজলকে নিজের ছবির জন্য ভাগ্যবতী মনে করেন।
৮. রণবীর সিং-অর্জুন কাপুরের বন্ধুত্ব গভীর। একসাথে ছবিতে কাজ করেছেন। কাজের ব্যস্ততায় কম দেখা হলেও, বন্ধুত্ব অটুট।