- Home
- Entertainment
- Bollywood
- বলিউডের এই ৮ বন্ধু জুটিকে চেনেন? ঝড়-ঝাপটা সামলে বছরের পর বছর যাদের সম্পর্ক অটুট
বলিউডের এই ৮ বন্ধু জুটিকে চেনেন? ঝড়-ঝাপটা সামলে বছরের পর বছর যাদের সম্পর্ক অটুট
Bollywoods Iconic Friendships: জাতীয় বন্ধু দিবস উপলক্ষে, বলিউডের সেরা বন্ধুদের জুটি সম্পর্কে জানুন। কিছু বন্ধুত্ব শৈশব থেকে, কিছু তারকাখ্যাতির পরেও অটুট।

১. সলমান খান-অজয় দেবগনের বন্ধুত্ব অনেকের অজানা। একে অপরের ছবিতে ক্যামিও করেছেন, তবে তাদের বন্ধুত্ব লোকচক্ষুর আড়ালে।
২. অভিষেক বচ্চন ও সিকান্দার খেরের বন্ধুত্ব শৈশব থেকে। খের একে অসাধারণ বন্ধুত্ব বলেছেন। অভিষেকের মেয়ে আরধ্যাকে নিজের মেয়ের মতো ভাবেন।
৩. শাহরুখ খান ও জুহি চাওলার বন্ধুত্ব সকলের জানা। অনেক ছবিতে একসাথে কাজ, প্রযোজনা সংস্থা ও আইপিএল দলের সহ-মালিক।
৪. করিনা কাপুর খান ও অমৃতা আরোরার বন্ধুত্ব দুই দশকেরও বেশি। সব সময় একে অপরের পাশে।
৫. আনন্যা পাণ্ডে ও সুহানা খানের বন্ধুত্ব শৈশব থেকে। একই স্কুলে পড়াশোনা, আজও বন্ধুত্ব অটুট।
৬. রণবীর কাপুর ও অয়ন মুখার্জীর বন্ধুত্ব শৈশব থেকে। একই স্কুলে পড়াশোনা, একসাথে প্রথম ছবি 'ওয়েক আপ সিড'।
৭. করণ জোহর ও কাজলের বন্ধুত্ব অটুট। করণ কাজলকে নিজের ছবির জন্য ভাগ্যবতী মনে করেন।
৮. রণবীর সিং-অর্জুন কাপুরের বন্ধুত্ব গভীর। একসাথে ছবিতে কাজ করেছেন। কাজের ব্যস্ততায় কম দেখা হলেও, বন্ধুত্ব অটুট।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

