‘কেশরী চ্যাপ্টার ২’ ছবির স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে মামলা দায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে অসম্মান করলে সহ্য করা হবে না বলে জানিয়েছেন।

ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা। নবান্ন থেকে এই ইস্যুতে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলাকে অসম্মান করলে সহ্য করব না। মানুষ উত্তর দিতে তৈরি হচ্ছে।

তিনি বলেন, সিনেমা তৈরি করে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? জেনে রাখুন অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম… যদি ভাবেন বাংলার ব্রেন ক্যাপটার করবেন, জানবেন বাংলার মানুষ এর প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে।

গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’। সেই সময়ই বহু দর্শক সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন তাঁরা। কিন্তু, আইনি জটিলতা দেখা যায়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে কেশরী চ্যাপ্টর ২। তারপরই স্বাধীনতা সংগ্রামীদের অপমান, ভুল তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন রণজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। ঠিক কী অভিযোগ করেছিলেন? তিনি জানান, মজফফরপুর ষড়যন্ত্র মামলায় একটি আদালত কক্ষের দৃশ্য দেখানো হয়েছে সিনেমাটিতে। সেখান স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ক্ষুদিরাম সিং। বারীন্দ্রকুমার ঘোষকে দেখানো হয়েছে বীরেন্দ্রে কুমার হিসেবে। যা স্বাধীনতা সংগ্রামীদের অপমানের পাশাপাশি তথ্য বিকৃত ও বাংলাকে অসম্মান করা হয়েছে বলে দাবি।

সব মিলিয়ে ফের খবরে ‘কেশরী চ্যাু্টার ২’। ছবি রিলিজের পর থেকেই চলছে বিতর্ক। এবার এই ছবি ঘিরে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাংলাকে অসম্মান করলে সহ্য করব না। মানুষ উত্তর দিতে তৈরি হচ্ছে। এরই সঙ্গে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা। এই ছবির নিয়ে