Disha Patani: দীশার হাতে শ্রফের হাত ! প্রেম ভাঙলেও আঙুল ছাড়ছেন না পটানি

টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেলেও, টাইগারের বোন কৃষ্ণার সঙ্গে যে তাঁর ভালোবাসা অটুট রয়েছে, তার স্পষ্ট ছবি দেখা গেল মুম্বইয়ের রেস্তরাঁতেই। একই সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল দীশা আর কৃষ্ণাকে।

Share this Video

সম্পর্কের বাঁধনে গোটা বলিউড একটা পরিবার। এখানে কারোর সঙ্গে কারোর সম্পর্ক জোড়ে, আবার কোথাও কোথাও সম্পর্ক ভেঙে একেবারে হয়ে যায় মুখ-দেখাদেখি বন্ধ! কিছু কিছু সম্পর্ক আবার চলে যায় 'সিচুয়েশনশিপে'। ঠিক যেমনটি হয়েছে দীশা পটানির ক্ষেত্রে। টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেলেও, টাইগারের বোন কৃষ্ণার সঙ্গে যে তাঁর ভালোবাসা অটুট রয়েছে, তার স্পষ্ট ছবি দেখা গেল মুম্বইয়ের রেস্তরাঁতেই। একই সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল দীশা আর কৃষ্ণাকে।

Related Video