সংক্ষিপ্ত
দর্শকদের জন্য ব্যাপক খবর। সঙ্গীত প্রেমীদের চমক দিতে আসছেন অরিজিৎ সিং। বিখ্যাত শিল্পী এড শিরানের সঙ্গে তৈরি করছেন অ্যালবাম। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর। অরিজিৎ সিং-র শহরে ঘুরে এলন এড। সেখানের অভিজ্ঞতা জানালেন এক সাক্ষাকারে। জানালেন নিজের কাজের অভিজ্ঞতাও।
এড বলেন, ‘আমি এই ভারতীয় গায়ক অরিজিৎ সিং-র সঙ্গে কাজ করেছি যিনি সত্যিই ভালো এবং সত্যিই দুর্দান্ত। তিনি মূলত ভারতের মাঝখানে থাকেন। এটি ৩ ঘন্টা বিমান এবং সাড়ে ৫ ঘন্টার ড্রাইভের মতো। আমি আমার বাবার সঙ্গে ভারতে ছিলাম।…’
অরিজিৎ এডকে মহাকাব্য বলে ডাকেন। খবরটা ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা উল্লাস করছেন। একজন ব্যবহারকারী লেখেন, ‘দুইজন সেরা শিল্পী একসঙ্গে আসছেন। আমি এর অংশ হতে পেরে খুবই ভাগ্যবান।’ অপর একজন লেখেন, ‘আমি অরিজিৎ এবং এডের সহযোগিতার জন্য প্রার্থনা করছিলাম এবং এটি ঘটেছে। চলো যাই। আমি এখন উত্তেজিত।’ একজন লেখেন, ‘এটি ঘটছে, বিশ্বের সেরা দুজন সহযোগিতা করছে।’ একজন লিখেছন, ‘মহকাব্যিক এবং ঐতিহাসিক কিছুর আশায়।’ একজন লেখেন, ‘অরিজিৎ X এড মহাকাব্যিক হতে চলেছে।’ ভাইরাল হল এই সকল পোস্ট।
দুই তারকার স্কুটারে ভ্রমণ
ফেব্রুয়ারিতে এড শিরান তার দ্য ম্যাথমেটিক্স ট্যুরের কারণে ভারতে ছিলেন। এবং গায়ক পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায় অরিজিৎ-র বাড়িতে যান। দুজনে সন্ধ্যায় একসঙ্গে স্কুটারে করে ঘুরে বেড়ান। তাদের এই ভ্রমণ দেখে অনেকেই অবাক হয়েছিল।
এই ভ্রমণ নিয়ে গায়ক বলেন, ‘এটা আমার বাবার সঙ্গে তীর্থযাত্রার মতো ছিল। আমরা প্রায় পুরো একদিন তার গ্রামে ভ্রমণ করেছিলাম। এবং তারপর সে আমাদেরকে তার গ্রামের চারপাশে স্কুটারে করে ঘুরিয়ে ছিল। এটি সত্যিই একটি মজার দিন ছিল।…’ সব মিলিয়ে খুশির হাওয়া দর্শক মহলে। এক সঙ্গে চমক দিতে আসছেন অরিজিৎ সিং ও এড। অ্যালবাম তৈরি করছেন দুই তারকা। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর।