ভন্সালি শুনেই বলেছিলেন মানুষ এই গানটা পছন্দ করবেন : বর্ণালী চট্টোপাধ্যায়

তাঁর কণ্ঠ থেকে যেন মাধুর্য আর মাদকতা চুঁইয়ে পড়ে। উর্দুতে একটি শব্দ রয়েছে 'নজ়াক়ত', তাঁর গায়কি এই শব্দটির প্রতিশব্দ হয়ে উঠে ইদানিং। তিনি বর্ণালী চট্টোপাধ্যায়।

| Updated : May 18 2024, 02:46 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তাঁর কণ্ঠ থেকে যেন মাধুর্য আর মাদকতা চুঁইয়ে পড়ে। উর্দুতে একটি শব্দ রয়েছে 'নজ়াক়ত', তাঁর গায়কি এই শব্দটির প্রতিশব্দ হয়ে উঠে ইদানিং। তিনি বর্ণালী চট্টোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পাওয়া সঞ্জয় লীলা ভন্সালি পরিচালিত 'হীরামণ্ডি' ওয়েব সিরিজে বর্ণালীর গাওয়া গানে আসমুদ্র হিমাচল বুঁদ। কেমন ছিল সেই অভিজ্ঞতা, কেমনই বা অনুভূতি এখন, সবই ভাগ করে নিলেন এশিয়ানেট বাংলার সঙ্গে। দেখুন তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

Related Video