সংক্ষিপ্ত

‘ডন’ ও ‘ডন ২’-এর বাণিজ্যিক সাফল্যের পরেও শাহরুখ খানকে কেন এই চরিত্রে রাখলেন না ফারহান আখতার, সেই নিয়ে বেঁধেছে জল্পনা।

২০০৬ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ‘ডন’। তার পর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। দুটি ছবিই পরিচালক ফারহান আখতারের অন্যতম সফল ছবি। ২০২৩ সালে তিনি নিয়ে আসতে চলেছেন ‘ডন ৩’। এবছর আর ‘ডন’-এর চরিত্রে ফিরছেন না বলিউডের বাদশা শাহরুখ খান। 

‘ডন ৩’ ছবিতে ডন চরিত্রে আসতে চলেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর সিং। এই চরিত্রে তাঁকে কেমন দেখতে লাগবে, সেই লুক প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই । ‘ডন’ ও ‘ডন ২’-এর বাণিজ্যিক সাফল্যের পরেও শাহরুখ খানকে কেন এই চরিত্রে রাখলেন না পরিচালক ফারহান আখতার, সেই নিয়ে বেঁধেছে জল্পনা। 

একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ডন ৩’ ছবির জন্য প্রাথমিক ভাবে শাহরুখ ছাড়া অন্য কাউকে ভাবা হয়নি। তিনি বলেন, ‘‘নিজে থেকে ছবিতে অভিনেতা বদলের অধিকার আমার নেই। আমি যে ভাবে ‘ডন ৩’-এর গল্পটা ভেবেছিলাম, শাহরুখের সঙ্গে তা নিয়ে সৃজনশীল দিক থেকে খানিকটা মতবিভেদ সৃষ্টি হয়। কিছুতেই আমরা দুজন মধ্যস্থতায় আসতে পারছিলাম না।" এই মতপার্থক্যের জন্যই শাহরুখ খানকে বাদ দিয়ে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং-কে চূড়ান্ত করেছেন ফারহান।