বরুন ধাওয়ান থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগত জুড়ে? তারকারা কে কী করছেন? দেখে নিন এক ঝলকে

Share this Video

এয়ারপোর্টে ওফ হোয়াইট ড্রেসে লেন্সবন্দী হলেন বরুন ধাওয়ান। মুম্বইয়ের খারের একটি সিনেমা হলে স্যাম বাহাদুর দেখতে গিয়েছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, জাহির খান, অজিত আগরকর। সাত সকালে এয়ারপোর্টে লেন্সবন্দী ডিম্পল কাপাডিয়া টুইঙ্কেল ও তাঁর মেয়ে নিতারা-র সঙ্গে। যুগ-যুগান্তর পেরিয়েও দাপটের সঙ্গে বিরাজ করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি তিনি ধরা দিলেন কালো স্লিভলেস ব্লাইজের সঙ্গে ডিজাইনার শাড়িতে। একধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন।

Related Video