শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগের মাঝে, স্ত্রী হেমা মালিনী জানিয়েছেন যে তিনি এখন ভালো আছেন এবং এই খবরে অনুরাগীরা স্বস্তি পেয়েছেন।
বলিউডের 'হি-ম্যান' অর্থাৎ ধর্মেন্দ্র গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি আইসিইউ-তে আছেন। এই খবরে তাঁর ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তবে, এখনও তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর আসেনি। এরই মধ্যে তাঁর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী তাঁর স্বাস্থ্যের খবর জানিয়েছেন।
কেমন আছেন ধর্মেন্দ্র?
ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীর একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তাঁকে বিমানবন্দরে যেতে দেখা যাচ্ছে। এই সময় তিনি গাড়ি থেকে নামেন এবং ভেতরে যাওয়ার আগে পাপারাজ্জিদের খোঁজখবর নেন। এরপর সবাই তাঁকে ধর্মেন্দ্রর স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করেন। উত্তরে হেমা মালিনী বলেন, 'ভালো আছেন।' এরপর তিনি কৃতজ্ঞতা জানাতে হাত জোড় করেন এবং চলে যান। হেমার এই কথা শুনে ভক্তরা খুশি হয়েছেন। একজন বলেছেন, 'ভগবানের কৃপায় তিনি এখন ভালো আছেন।' আরেকজন বলেছেন, ‘এখন শুধু ধর্মেন্দ্রর এক ঝলক দেখতে পেলেই শান্তি পেতাম।’
ধর্মেন্দ্র অভিনীত ছবি
ধর্মেন্দ্রর অভিনয়ের কথা বললে, তাঁকে শেষবার শাহিদ কাপুর এবং কৃতি স্যাননের সঙ্গে 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া' (২০২৪) ছবিতে দেখা গিয়েছিল। এবার তিনি শ্রীরাম রাঘবন পরিচালিত 'ইক্কিস' ছবিতে অগস্ত্য নন্দার সঙ্গে অভিনয় করবেন। এই ছবিটি কম বয়সী পরমবীর চক্র বিজয়ী অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবিতে জয়দীপ আহলাওয়াত এবং সিকান্দার খেরও রয়েছেন। ছবিটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। এই বছরের ডিসেম্বরে ধর্মেন্দ্র ৯০ বছরে পা দেবেন।


