অক্ষয় কুমারের ছবি হাউসফুল ৫-কে নিয়ে বড় আপডেট। ৩০০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তি পাচ্ছে চলতি বছরই ৬ জুন। 

অক্ষয় কুমারের ছবি হাউসফুল ৫। বেশ কিছুদিন ধরেই বক্স অফিসে জাদু দেখাতে পারছেন না অক্ষয় কুমার। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া তাঁর ছবি স্কাই ফোর্স ১০০ কোটির ক্লাবে ঢুকলেও, প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। এবার তাঁর আসন্ন ছবি হাউসফুল ৫-কে নিয়ে জোর জল্পনা। শোনা যাচ্ছে, ছবির ট্রেলার মুক্তি পাবে এপ্রিলে। শুধু তাই নয়, এই ট্রেলারের সঙ্গে সালমান খানের একটা বিশেষ যোগসূত্র রয়েছে। হাউসফুল ৫-এ প্রায় ১৮ জন তারকা অভিনয় করছেন। এটি হবে একটা পূর্ণাঙ্গ কমেডি ছবি।

হাউসফুল ৫-এর সঙ্গে সালমানের কী যোগ?

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছবি হাউসফুল ৫ মুক্তি পাবে চলতি বছর ৬ জুন। ছবির পরিচালক তরুণ মনসুখানি। খবর, হাউসফুল ৫-এর ট্রেলার মুক্তি পাবে ঈদের সময়। ছবির নির্মাতারা পরিকল্পনা করেছেন, ঈদে মুক্তি পাওয়া সলমান খানের ছবি সিকান্দর-এর সঙ্গে প্রেক্ষাগৃহে দেখানো হবে হাউসফুল ৫-এর ট্রেলার। এই খবর শোনার পর বলা হচ্ছে, দর্শকরা ঈদে পাবেন দ্বিগুণ চমক।

৩০০ কোটি টাকা বাজেট অক্ষয়ের হাউসফুল ৫-এর

হাউসফুল ৫ হতে চলেছে সবচেয়ে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি ছবি। ছবির নির্মাতারা আগেই জানিয়েছেন, এই ছবি আগের সবকটি ফ্র্যাঞ্চাইজির থেকে আলাদা এবং মজাদার হবে। আপনারা জেনে অবাক হবেন, পুরো ছবির শুটিং হয়েছে একটি জাহাজে। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, শ্রেয়স তালপাড়ে, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, রণজিৎ, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর। পরিচালক তরুণ মনসুখানি ৩০০ কোটি টাকা বাজেটে ছবিটি নির্মাণ করেছেন।