নয় বছরে হাউসফুলের ৪ পর্ব, বক্স অফিসে কেমন চলল? জানুন এক ঝলকে
হাউসফুল সিরিজের এখন পর্যন্ত সব সিনেমার বাজেট, আয় এবং তারকা-তালিকা এক নজরে। হাউসফুল ৫ কি বক্স অফিসে ধামাকা করতে পারবে? জানুন আরও…

হাউসফুল ১
২০১০ সালে মুক্তি পায় হাউসফুলের প্রথম পর্ব। সাজিদ খান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রীতেশ দেশমুখ এবং লারা দত্ত প্রধান চরিত্রে অভিনয় করেন। ৪৫ কোটি টাকা বাজেটের ছবিটি ভারতে ৭৫.৬৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১৯ কোটি টাকা আয় করে।
হাউসফুল ২
সাজিদ খান পরিচালিত হাউসফুল ২ মুক্তি পায় ২০১২ সালে। অক্ষয় কুমার, জন আব্রাহাম, রীতেশ দেশমুখ, অসিন, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ অভিনয় করেন। ৬০-৬৪ কোটি বাজেটের ছবিটি ভারতে ১১১.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ১৭৭ কোটি আয় করে।
হাউসফুল ৩
২০১৬ সালে মুক্তি পায় হাউসফুল ৩। সাজিদ-ফরহাদ পরিচালিত ছবিতে অক্ষয়, রীতেশ, অভিষেক, জ্যাকলিন, নার্গিস, লিসা প্রমুখ অভিনয় করেন। ৯৭ কোটি বাজেটের ছবিটি ভারতে ১০৮ কোটি এবং বিশ্বব্যাপী ২০০ কোটি আয় করে।
হাউসফুল ৪
২০১৯ সালে মুক্তি পায় হাউসফুল ৪। ফরহাদ सामजी পরিচালিত ছবিতে অক্ষয়, রীতেশ, ববি, কৃতি সেनন, কৃতি খরবান্দা প্রমুখ অভিনয় করেন। ৭৫ কোটি বাজেটের ছবিটি ভারতে ২১০.৩ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি আয় করে।
হাউসফুল ৫
৬ জুন ২০২৫ এ মুক্তি পাবে 'হাউসফুল ৫'। ছবিতে অক্ষয়, অভিষেক, রীতেশ, জ্যাকলিন প্রমুখ অভিনয় করবেন। ৩৫০ কোটির বেশি বাজেটের ছবিটি বক্স অফিসে কত আয় করে দেখার বিষয়।

