Kolkata Burrabazar Fire: অক্ষয় তৃতীয়ায় শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বড়বাজারের মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। জানুন আরও…        

Kolkata Burrabazar Fire: অক্ষয় তৃতীয়ায় শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বড়বাজারের মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়। দীঘা থেকেই তিনি যাবতীয় পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। কী কারনে এই অগ্নিকাণ্ড তা জানতে ইতিমধ্যে গঠন করা হয়েছে ১১ সদস্যের সিট।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়ের পাশাপাশি বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে তিনি লেখেন, ''কলকাতায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।''

Scroll to load tweet…

শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''কলকাতা শহরের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের প্রাণহানীর দুঃখজনক খবর অত্যন্ত বেদনাদায়ক। ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।''

Scroll to load tweet…

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত পুলিশ ও দমকলকর্মীরা পৌঁছন। ঘিঞ্জি এলাকায় ওই হোটেল হওয়ায় প্রথম দিকে সমস্যায় পড়েছিলেন দমকলকর্মীরা। প্রতিকূলতার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও অনেক রাত পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা-সহ অন্যান্যরা। তারপরও বাঁচানো সম্ভব হয়নি ১৪ জনকে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। এদিকে ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কীভাবে আগুন লাগল তা জানতে বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক হোটেল ম্যানেজার। জিজ্ঞাসাবাদ চলছে জোড়াসাঁকো থানায়। এদিকে বড়বাজার ফলপট্টিতে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে হোটেলের প্রত্যেকটি তলায় নমুনা সংগ্রহ করছেন ফরেন্সিক আধিকারিকরা।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।