সংক্ষিপ্ত
অনুষ্কাকে নকল! তবে কি ঘর আলো করে সন্তান জন্ম দিতে চলেছেন কিয়ারা আডবানি?
সমাজ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘনিষ্ঠ একটি ছবি। ক্রিসমাসের দিনে তোলা ছবিতে একে অপরে আলিঙ্গন করেছেন এই বলিউডের দম্পতি।
২০২৪ সালের বড়দিন পরিবারের সঙ্গেই কাটালেন কিয়ারা। কিন্তু পরণের জামা দেখেই সূত্রপাত হল এক নতুন জল্পনার। কিয়ারার জামা দেখে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। কিন্তু কী এমন পরেছিলেন অভিনেত্রী?
ক্রিসমাসের এই ছবিতে একটি পোলকা ডট ম্যাক্সি ড্রেসে দেখা যায় কিয়ারাকে। তবে কি অন্তঃসত্ত্বা কিয়ারা? এরপরেই শুরু হয়ে গিয়েছে বিরাট জল্পনা।
আসলে অনুষ্কা শর্মা যখন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। ঠিক তখনও এমনই একটি পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। তাই হয়তো কিয়ারাও নিজের মাতৃকালীন অবস্থাতেই এই ধরনের জামা পড়েছেন বলে ধারণা নেট পাড়ার বাসিন্দাদের। এই নিয়ে রীতিমতো তর্কবিতর্ক শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে।
প্রসঙ্গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির। শেরশাহ ছবির শ্যুটিং-এর সময় থেকে সম্পর্কে জড়ান তাঁরা। আত্মীয় ও বন্ধুবান্ধব নিয়ে ধুমধাম করে রাজস্থানে হয়েছিল বিবাহ অনুষ্ঠান। তবে কি এবার বাবা-মা হওয়ার পালা? তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে সমাজা মাধ্যমে।