- Home
- Entertainment
- Bollywood
- জিতেন্দ্রের জীবনে এসেছিলেন এই তিন নায়িকা, জন্মদিনে রইল অভিনেতার প্রেম জীবনের কথা
জিতেন্দ্রের জীবনে এসেছিলেন এই তিন নায়িকা, জন্মদিনে রইল অভিনেতার প্রেম জীবনের কথা
কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্রের আকর্ষণীয় প্রেমের গল্প! ১৪ বছর বয়সে শোভাকে দেখেন, প্রেমের গুঞ্জন সত্ত্বেও তাকে বিয়ে করেন। জানুন, কীভাবে হেমা মালিনী ও শ্রীদেবীর নাম জড়িয়েছিল!
| Published : Apr 07 2025, 07:05 PM
2 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
)
Image Credit : Social Media
জাম্পিং জ্যাক খ্যাত অভিনেতা জিতেন্দ্র ৮৩ বছর পূর্ণ করলেন। ১৯৪২ সালের ৭ এপ্রিল অমৃতসরে জন্মগ্রহন করেন। ১৯৭৪ সালে শোভাকে বিয়ে করেন। শোভাকে জিতেন্দ্র ১৪ বছর বয়সে প্রথম দেখেন। জিতেন্দ্রের প্রেম জীবন...
28
Image Credit : Social Media
জিতেন্দ্রের জন্ম নাম রবি কাপুর। ১৪ বছর বয়সে মেরিন ড্রাইভে প্রথম শোভাকে দেখেন এবং ভালোবেসে ফেলেন। তবে তাদের মধ্যে আসল ভালোবাসা তৈরি হয় যখন শোভা কলেজে পড়েন এবং জিতেন্দ্র বলিউড স্টার। পড়ুন জিতেন্দ্রের প্রেম কাহিনী...
38
Image Credit : Social Media
জিতেন্দ্রের নাম অন্য অভিনেত্রীদের সঙ্গে জড়ালেও, তিনি শোভার সঙ্গে বিয়ে করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ১৩ এপ্রিল ১৯৭৩ তাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু জিতেন্দ্রের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বিয়ের দুদিন আগে বিয়ে ভেঙে যায়।
48
Image Credit : Social Media
জিতেন্দ্র ও শোভার মধ্যে সমস্যা আরও বেড়ে যায় যখন জিতেন্দ্রের ক্যারিয়ার খারাপ হতে থাকে। একের পর এক সিনেমা ফ্লপ হতে থাকে। এরপর ১৯৭৪ সালে মুক্তি পায় জিতেন্দ্রের সিনেমা 'বিদায়'। এই সিনেমা হিট হলে শোভাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।
58
Image Credit : Social Media
শোনা যায়, ১৯৭৪ সালের ৩১ অক্টোবর জিতেন্দ্র তার বাবা-মাকে শোভার সঙ্গে বিয়ের কথা জানান। কয়েক সপ্তাহ অপেক্ষা করতে বলেন, কিন্তু জিতেন্দ্র বিয়েতে দেরি করতে চাননি। সকালে বিয়ের প্রস্তুতি ও সন্ধ্যায় তারা স্বামী-স্ত্রী হন।
68
Image Credit : Social Media
হেমা মালিনী ও জিতেন্দ্র একে অপরের খুব ভালোবাসতেন। হেমা মালিনীর সম্পর্ক ছিল ধর্মেন্দ্রের সঙ্গে এবং জিতেন্দ্র ডেট করছিলেন শোভাকে। ধর্মেন্দ্র হেমাকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছিলেন না। তাই জিতেন্দ্র ও হেমার বিয়ে হওয়ার কথা ছিল।
78
Image Credit : Social Media
জিতেন্দ্রের জীবনে এমন একটা সময় আসে যখন তিনি সাউথ ইন্ডিয়ান সিনেমায় কাজ করা শুরু করেন। সেখানে তার শ্রীদেবীর সঙ্গে দেখা হয়। জিতেন্দ্র শ্রীদেবীকে বলিউডে কাজ করানোর জন্য মুম্বাই নিয়ে আসেন। তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।
88
Image Credit : Social Media
জিতেন্দ্র জয়া প্রদার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। শ্রীদেবীর মতো জয়া প্রদা সাউথ থেকে এসেছিলেন এবং জিতেন্দ্র তাকে প্রমোট করছিলেন। কিছু রিপোর্টে দাবি করা হয়, শ্রীদেবীকে দেখানোর জন্য জিতেন্দ্র জয়াকে বলিউডে এনেছিলেন।