Kangana Ranaut: শরীর খারাপ নিয়ে মোদীর জাদুঘর উদ্বোধনে চললেন কঙ্গনা রানাউত, দেখুন ভিডিও
রাজকীয় সাজে বিমানবন্দরে বলি অভিনেত্রী, তথা প্রযোজক কঙ্গনা রানাউত। প্রধানমন্ত্রী মোদী জাদুঘর উদ্বোধনে যাচ্ছেন তিনি।
অফ-হোয়াইট শাড়ির সঙ্গে অফ-হোয়াইট ব্লাউজ, চোখে মোটা কালো গগলস, একেবারে রাজকীয় সাজে বিমানবন্দরে বলি অভিনেত্রী, তথা প্রযোজক কঙ্গনা রানাউত। প্রধানমন্ত্রী মোদী জাদুঘর উদ্বোধনে যাচ্ছেন তিনি। বিমানবন্দরে তাঁকে দেখা গেল খোশ মেজাজে। পাপারাৎজিদের প্রশ্নের উত্তরও দিলেন হাসিমুখেই।