Kangana Ranaut: 'প্লিজ আমার সিনেমা দেখুন', দর্শকদের হাতজোড় করে অনুরোধ কঙ্গনার

ছবির ব্যবসা যাতে ভালো হয়, তাই বারে বারে করজোড়ে দর্শকদের অনুরোধ করেছিলেন কঙ্গনা। কিন্তু, তাতেও তেমন লাভ হল না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তেজস। 

Share this Video

শেষ কয় বছর ধরে কেরিয়ারের সময়টা ভালো যাচ্ছে না কঙ্গনার। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ধকড়। সেই সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তারপরও একের পর এক ফ্লপ ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অনেকেই ভেবেছিলেন হয়তো তেজসের দৌলতে বদল হবে কঙ্গনার ভাগ্যের চাকা। কিন্তু, একেবারেই না। ছবির ব্যবসা যাতে ভালো হয়, তাই বারে বারে করজোড়ে দর্শকদের অনুরোধ করেছিলেন কঙ্গনা। কিন্তু, তাতেও তেমন লাভ হল না। 

Related Video