অবশেষে অপেক্ষার অবসান, ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ এক পুত্র সন্তানের பெற்றோர் হলেন। ভিকি কৌশল নিজেই সমাজমাধ্যমে এই সুখবরটি পোস্ট করে জানিয়েছেন। ২০২১ সালে বিবাহিত এই দম্পতির পরিবারে নতুন সদস্যের আগমনে ভক্তরা উচ্ছ্বসিত।
অপেক্ষার অবসান। আজ সকাল সকাল ভিকি-ক্যাটরিনার পরিবারে এল সুখবর। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাট। সেপ্টেম্বর মাসেই সুখবর দিয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। তারপর থেকেই ভক্তরা সময় গুনতে শুরু করেন। আজ তাদের পরিবারের এল নতুন সদস্য।
ভিকি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে। জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।
দুজনেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, আমাদের বাড়িতে সুখ এসেছে। আমরা আমাদের ছেলেকে স্বাগত জানাই… ৭ নভেম্বর ২০২৫।
এরপরই সমস্ত তারকারা তাদের শুভেচ্ছা জানান। করিনা লেখেন, ক্যাট.. ছেলের মা ক্লাবে স্বাগত। তোমার ও ভিকির জন্য খুব খুশি। প্রিয়াঙ্কা লেখেন, তোমাদের দুজনের জন্য খুব খুশি, অভিনন্দন। আয়ুষ্মান খুরানা লেখেন, সেরা খবর… তোমাদের দুজনের জন্যই অভিনন্দন।
২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। গোপনীয়তা বজায় রেখে বসেছিলেন বিয়ের আসরে। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শোনা যায় সর্বত্র। কারণ, সে সময় দীর্ঘদিন লন্ডনে মায়ের কাছে ছিলেন নায়িকা। অভিনয় থেকে দূরেও ছিলেন তিনি। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসে নিজের গর্ভাবস্থার ছবি প্রকাশ করেন। সে সময় নায়িকা লেখেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
এর কিছুদিন আগে ভিকি নিজেও সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেছিলেন,
‘অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।’
সে যাই হোক, অবশেষে ভিকি ও ক্যাটের পরিবারে এল নতুন সদস্য। সে কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ভিকি। করেন এক বিশেষ পোস্ট। তারপরই সকলে অভিনন্দন জানান তারকাদের।


