বিতর্কিত সন্ধ্যা থিয়েটারে কত টাকা আয় করল আল্লু অর্জুনের 'পুষ্পা ২'
- FB
- TW
- Linkdin
তেলুগু, হিন্দি ডাবিং সংস্করণে বিপুল আয় আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২-এর
পুষ্পা ২ সিনেমার মতো অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়তো আগে কোনও সিনেমা হয়নি। আল্লু অর্জুনের এই অভিজ্ঞতাও হয়তো অন্য কোনও নায়কের হয়নি। কারণ, সিনেমাটি ব্লকবাস্টার হিট। কেবল তেলুগু এবং হিন্দি ভাষাতেই ছবিটি ভালো ব্যবসা করেছে। ২০০০ কোটি ক্লাবে প্রবেশের অপেক্ষায় পুষ্পা ২। মালয়লম, তামিল এবং কন্নড় ভাষাতেও যদি ছবিটি ভালো ব্যবসা করত, তাহলে ২,০০০ কোটির রেখা পার করে যেত।
সন্ধ্যা থিয়েটারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে বিতর্ক এখনও চলছে
আল্লু অর্জুনের দুর্ভাগ্য, নাকি অপ্রত্যাশিত ঘটনা, কে জানে! সিনেমা মুক্তির প্রথম দিনই সন্ধ্যা থিয়েটারে তোড়জোড়ের ঘটনায় রেবতী নামের এক মহিলার মৃত্যু হয় এবং ছোট্ট তেজ কোমায় চলে যায়। এই মামলাটি বাণীর ঘাড়ে চেপে বসে। এটি একটি বড় বিতর্কে পরিণত হয়। এরপর যা ঘটেছে তা সবারই জানা। পুষ্পা ২ তারপরও প্যান-ইন্ডিয়া স্তরে বিশাল আয় করে।
বিতর্কের কেন্দ্রে থাকা প্রেক্ষাগৃহ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে কত টাকা আয় করছে পুষ্পা ২?
কিন্তু এই সাফল্য উদযাপন করার মতো পরিস্থিতিতে নেই আল্লু অর্জুন। এই সময়ে সিনেমাটি নিয়ে আরও একটি আকর্ষণীয় খবর সামনে এসেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা, সকল নায়কের কাছে অনুভূতিপ্রবণ সন্ধ্যা ৭০ এমএম থিয়েটারে পুষ্পা ২ কত টাকা আয় করেছে জানেন? সারা দেশে ঝড় তোলা পুষ্পা ২ সন্ধ্যা থিয়েটারে কত আয় করেছে ভেবে দেখেছেন?
শুধু সন্ধ্যা থিয়েটারেই ২ কোটি টাকা আয় করেছে পুষ্পা ২, ফলে রেকর্ড গড়ছেন আল্লু অর্জুন
বিশ্বব্যাপী এই সিনেমাটি ১,৮০০ কোটির বেশি আয় করেছে। শুধু সন্ধ্যা থিয়েটারেই পুষ্পা ২ দুই কোটি টাকা আয় করেছে। এই থিয়েটারের ইতিহাসে এটি একটি রেকর্ড। যদিও এটি সরকারি ভাবে ঘোষিত তথ্য নয়, তবুও ইন্ডাস্ট্রিতে এই বিষয়টি ভাইরাল হয়েছে। এত বিতর্কের পরও সন্ধ্যা থিয়েটারে ছবিটি রেকর্ড আয় করেছে।
পুষ্পা সিরিজের দ্বিতীয় ছবি অসাধারণ সাফল্য পাওয়ার পর এবার তৃতীয় ছবির অপেক্ষা
পুষ্পা ২ সমগ্র ভারতীয় সিনেমা জগতে এক প্রলয়ঙ্করী ঘটনা। বর্তমানে বাণী এই সিনেমার সাফল্য উদযাপন করতে পারছেন না। বিশ্বব্যাপী প্রশংসকরা উল্লসিত হলেও আল্লু অর্জুনকে বাড়িতে থাকতে হচ্ছে। ছবিটির আরও একটি সিক্যুয়েল আসছে বলে ঘোষণা করেছে দলটি। পুষ্পা ৩ কবে শুরু হবে তা দেখার।