- Home
- Entertainment
- Bollywood
- গদর থেকে প্যাডম্যান- এই নয় হিট বলিউড ছবি পাকিস্তানে নিষিদ্ধ, রইল ছবির তালিকা
গদর থেকে প্যাডম্যান- এই নয় হিট বলিউড ছবি পাকিস্তানে নিষিদ্ধ, রইল ছবির তালিকা
- FB
- TW
- Linkdin
গদর এক প্রেম কথা
২০০১ সালে মুক্তি পায় গদর এক প্রেম কথা। সানি দেওল ও আমিশা প্যাটেল জুটি বেঁধেছিলেন এই ছবিতে। এই ছবিটি সে সময় ব্যাপক সাফল্য পেয়েছিল। ছবিতে এক ভারতীয় লড়ি চালক ও পাকিস্তানী মেয়ের প্রেম উঠে এসেছিল। এই ছবিট হিট করলেও তা পাকিস্তানে দেখানো নিষিদ্ধ।
তেরে বিন লাদেন
২০১০ সালে মুক্তি পায় তেরে বিন লাদেন। এই ছবিটিও পাকিস্তানে নিষিদ্ধ। ওসামা বিন লাদেনকে নিয়ে এটি একটি কমেডি ছবি। এই ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ। এই ছবিটি বলিউডে চললেও পাকিস্তানে নিষিদ্ধ ছিল।
বেবি
অক্ষয় অভিনীত বেবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সত্য ঘটনার ওপর নির্ভর করে তৈরি এই ছবি। অক্ষয়কে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে। এই ছবিটি বলিউডে ব্যাপক সফল হলেও পাকিস্তানে নিষিদ্ধ এই ছবি।
নাম সাবানা
তাপসী পান্নু অভিনীত নাম সাবানা নায়িকার কেরিয়ারে অন্যতম ছবি। তেমনই এই ছবিটি দর্শক মনে দ্রুত স্থান পেয়েছিল। এই ছবিটি বলিউডে ব্যবসা করলেও পাকিস্তানে চলেনি ছবিটি। পাকিস্তানে নিষিদ্ধ নাম সাবানা ছবিটি।
মুল্ক
ঋষি কাপুর অভিনীত মুল্ক ছবিটিও বলিউডে সফল হয়েছিল। ঋষি কাপুরের অভিনয় স্থান পেয়েছিল দর্শক মনে। তেমনই ছবির আয়ও ভালো হয়েছিল। তবে, পাকিস্তানে চলেনি ঋষি কাপুর অভিনীত মুল্ক ছবিটি।
ভিরে দি ওয়েডিং
২০১৬ সালে মুক্তি পায় ভিরে দি ওয়েডিং। চার বন্ধুর গল্প নিয়ে তৈরি এই ছবি। সোনম কাপুর, করিনা কাপুর, স্বরা ভাস্বর, শিখা তালসানিয়া আছেন প্রধান চরিত্রে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। তবে পাকিস্তানে নিষিদ্ধ ভিরে দি ওয়েডিং।
রেইজ
শাহরুখ খান অভিনীত ছবিও রয়েছে এই তালিকায়। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল রেইজ। ছবির প্রধান চরিত্রে ছিলেন মাহিরা খান। পাকিস্তানী এই অভিনেত্রী জুটি বাঁধেন বাদশার সঙ্গে। তবে, এই ছবিটি বলিউড হিট ছবির তালিকায় থাকলেও পাকিস্তানে নিষিদ্ধ ছবিটি।
নিরজা
সোনম কাপুর অভিনীত হিট ছবির তালিকার শীর্ষ দিকে স্থান পায় নিরজা। এক সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি। সে সময় ছবিটি ব্যাপক সফল হয়েছিল। বক্স অফিসের হিট ছবির তালিকায় আজও রয়েছে ছবিটি। তবে, পাকিস্তানে নিষিদ্ধ এই ছবিটি।
প্যাডম্যান
অক্ষয় অভিনীত হিট ছবির তালিকায় আছে প্যাডম্যান। এক সত্য ঘটনার ওপর নির্ভর করে তৈরি এই ছবিটি। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। স্যানিটারি প্যাড ব্যবহার নিয়ে বিশেষ বার্তা দিয়েছিল অক্ষয়। তবে, এই ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ। ছবিতে অক্ষয় ছাড়াও ছিলেন সোনম কাপুর, রাধিকা আপ্তের মতো তারকারা।