- Home
- Entertainment
- Bollywood
- Cannes Film Festivals 2025: রেড কার্পেটে দ্বিতীয় দিনে রাই সুন্দরীর সঙ্গী ভারতীয় সংস্কৃতি, বিশ্বমঞ্চে নজর কাড়লেন পোশাকে
Cannes Film Festivals 2025: রেড কার্পেটে দ্বিতীয় দিনে রাই সুন্দরীর সঙ্গী ভারতীয় সংস্কৃতি, বিশ্বমঞ্চে নজর কাড়লেন পোশাকে
Aishwarya Rai Bachchan: চলছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। কানের দ্বিতীয় দিনেও সমস্ত লাইম লাইট নিজের দিকেই রাখলেন রাই সুন্দরী। পোশাকে ছিলো ভারতীয় সংস্কৃতির বার্তা। দেখুন ফটো গ্যালারিতে…

কানের রেড কার্পেটে বচ্চন বধূ
ফ্রান্সের কান শহরে কান্স ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। অনেক তারকা এই অনুষ্ঠানের রেড কার্পেটে তাদের জৌলুস দেখিয়েছেন। এরই মধ্যে কান্স থেকে ঐশ্বর্য রাই বচ্চনের দ্বিতীয় দিনের লুক প্রকাশিত হয়েছে। প্রথম দিন তিনি সিঁথিতে সিঁদুর পরেছিলেন, দ্বিতীয় দিন তার লুক সম্পূর্ণ বদলে গিয়েছে।
মেয়ের সঙ্গে কানের মঞ্চে রাই সুন্দরী
ঐশ্বর্য রাই বচ্চন তার মেয়ে আরাধ্যা বচ্চনের হাত ধরে কান্সের রেড কার্পেটে হাজির হয়েছিলেন। মা-মেয়ের মধ্যে দুর্দান্ত বন্ধন দেখে ভক্তদের মন খুশিতে ভরে গিয়েছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- আমার এই জুটি খুব পছন্দ। অন্য একজন লিখেছেন- মা ফিরে এসেছেন।
দ্বিতীয় দিনের লুকেও নজর কাড়লেন ঐশ্বর্য
কান্সের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চনের দ্বিতীয় দিনের লুকও দুর্দান্ত দেখাচ্ছে। তিনি কালো রঙের ঝিলিমিলি গাউনের সঙ্গে সাদা ওভার সাইজ চাদর পরেছিলেন। কান্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ থেকে ঐশ্বর্য রাই বচ্চনের দ্বিতীয় লুক প্রকাশিত হয়েছে। এই লুকেও ঐশ্বর্য অসাধারণ দেখাচ্ছেন। তিনি মেয়ে আরাধ্যার হাত ধরে কান্সের রেড কার্পেটে হাজির হয়েছিলেন।
বচ্চন বধূর মাস্টারস্ট্রোক
ঐশ্বর্য রাই বচ্চন কান্সের রেড কার্পেটে তার দ্বিতীয় লুককে বেশ বিশেষ করে তুলেছিলেন। তিনি তার চুল কার্ল করেছিলেন এবং লাল লিপস্টিক দিয়ে তার লুক সম্পূর্ণ করেছিলেন। দ্বিতীয় দিনে রাই সুন্দরীর এই লুক দেখে আপ্লুত নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বইছে প্রশংসার বন্যা।
বিশ্বসুন্দরীর লুকে মন্ত্রমুগ্ধ ভক্তরা
ঐশ্বর্য রাই বচ্চন কান্সের রেড কার্পেটে একের পর এক পোজ দিয়েছেন। তার দ্বিতীয় লুকে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তার লুকের প্রশংসা করেছেন এবং ইমোজি শেয়ার করেছেন।
দ্বিতীয় দিনেও সমুজ্জ্বল ঐশ্বর্য রাই বচ্চন
কান্সের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন এমন পোজ দিয়েছেন যে সবার দিল একেবারে খুশ হয়ে গিয়েছে। তিনি সেখানে উপস্থিত ভক্তদের ফ্লাইং কিসও দিয়েছেন। সব মিলিয়ে কানের রেড কার্পেটে নিজের উজ্জ্বল উপস্থিতি আরও একবার সকলের সামনে তুলে ধরলেন পাঁচবারের মিস ওয়ার্ল্ড।
হলিউড অভিনেত্রীদের সঙ্গে পোজ
কান্সের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন হলিউড অভিনেত্রীদের সঙ্গেও পোজ দিয়েছেন। এমনকি পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরাও তাঁর রূপের ঝলকের প্রশংসা করেছেন।
পোশাকে গীতার শ্লোক
কানের দ্বিতীয় দিনেও একেবারে অভিনব কায়দায় মাস্টারস্টোক রাই সুন্দরীর। এদিন তার গায়ে যে চাদরটি ছিল তা সবার নজক কেড়েছে। কারণ, চাদরে উল্লেখ রয়েছে গীতার শ্লোকের কথা।
খাঁটি বেনারসি ম্যাটেরিয়ালের চাদর
ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা খাঁটি বেনারসি ম্যাটেরিয়ালের চাদরে তার লুক যেমন সবার নজর কেড়েছে, তেমনই চাদরের গায়ে ফুটে ওঠা গীতার শ্লোক যেন মনে করিয়ে দিলো ‘কর্মই ধর্ম’।
কানে ভারতীয় সংস্কৃতির সঙ্গী ঐশ্বর্য
কানে ভারতীয় সংস্কৃতিকে সঙ্গী করে লাইম লাইট কাড়তে দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। কারণ, তার পোশাকে লেখা ছিল গীতার শ্লোক। যার বাংলা করলে মানে দাঁড়ায়- ‘’কর্মের উপরই তোমার অধিকার, ফলে নয়। কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না।'' আর রাই সুন্দরীর এই ছবি রীতিমত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

