- Home
- Entertainment
- Bollywood
- Bollywood Love: বলিউডে চলছে এই সকল তারকাদের প্রেমের গুঞ্জন, এক নজরে দেখে নিন কার রয়েছেন সম্পর্কে
Bollywood Love: বলিউডে চলছে এই সকল তারকাদের প্রেমের গুঞ্জন, এক নজরে দেখে নিন কার রয়েছেন সম্পর্কে
- FB
- TW
- Linkdin
পলক ও ইব্রাহিম
বলিউডে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। বহুবার একাধিক জায়গায় দেখা গিয়েছে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খান।
জাহ্নবী ও শৈখর পাহাড়িয়া
বলিউডে চলছে জাহ্নবী ও শৈখর পাহাড়িয়ার সম্পর্কের গুঞ্জন। গোপনে ডেটে দেখা গিয়েছে জাহ্নবী ও শৈখর পাহাড়িয়াকে। বহুদিন ধরে চলছে সম্পর্কের গুঞ্জন। তবে, সম্পর্ক নিয়ে সেভাবে কিছু বলেননি জাহ্নবী ও শৈখর পাহাড়িয়া।
অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর
বলিউডে চলছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর সম্পর্কের কথা। বহুদিন ধরে শোনা যাচ্ছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জন। সদ্য স্পেনে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরকে গোপন ডেটে।
নব্যা নভেলি নন্দা ও সিদ্ধার্থ চতুর্বেদি
বলিউডে চলছে নব্যা নভেলি নন্দা ও সিদ্ধার্থ চতুর্বেদির সম্পর্কের কথা। বহুদিন ধরে চলছে নব্যা নভেলি নন্দা ও সিদ্ধার্থ চতুর্বেদির সম্পর্কের গুঞ্জন। প্রায়শই গোপনে ডেটে দেখা যাচ্ছে তাদের।
রশ্মিকা ও বিজয় দেবরাকোন্ডা
দক্ষিণী নায়িকা রশ্মিকা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সম্পর্কে গুঞ্জন শোনা যাচ্ছে অভিনয় জগতে। এদের একাধিকবার গোপন ডেটিং-এ দেখা যায় তাঁদের। বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকার সম্পর্কের গুঞ্জন চলছে বহুদিন ধরে।
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল
সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের সম্পর্কের গুঞ্জন চলছে বলিউডে। সোনাক্ষী সিনহার গোপন সম্পর্কের বহুদিন ধরে শোনা যাচ্ছে বলিউডে। সলমন ঘনিষ্ঠ জাহির ইকবালের সঙ্গে একাধিকবার গোপন ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের।
শর্মিতা শেট্টি ও আমির আলি
শর্মিতা শেট্টি ও আমির আলির সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউডে। শর্মিতা শেট্টির সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। একাধিকবার আমির আলির সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তবে, প্রকাশ্যে প্রেমের কথা বলতে শুনা যায়নি তাদের।
ভূমি পডনেকর ও যশ কাটারিয়া
ভূমি পডনেকর ও যশ কাটারিয়ার সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। একাধিকবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে এদের। বিভিন্ন স্থানে গোপন ডেটিং-এ দেখা গিয়েছে ভূমি পডনেকর ও যশ কাটারিয়াকে। তবে, প্রকাশ্যে সম্পর্কের কথা না বললেও তারা যে সম্পর্কে রয়েছেন তা শোনা গিয়েছে বলিপাড়ায়।
বিজয় বর্মা ও তমন্না
চলছে বিজয় বর্মা ও তমন্নার সম্পর্কের গুঞ্জন। একটি পার্টিতে দেখা গিয়েছে বিজয় বর্মা ও তমন্না। এদের কিস করার ছবি ভাইরাল হয়েছিল বক্স অফিসে। বিজয় বর্মা ও তমন্না সম্পর্কের কথা মুহূর্তে হয়েছিল ভাইরাল।