"কাজ নেই, কর্মফল" বিপাশা বাসুকে এক হাত নিলেন মিকা সিং! পাল্টা উত্তরে কী বললেন বঙ্গ তনয়া?
এবার বিপাশা বসু ও কর্ণ সিং গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ তুললেন মিকা সিংহ। সরাসরি তাদের 'বাহানাবাজ' অপেশাদার বলে দাবি করেছেন। প্রযোজকের আর্থিক ক্ষতির জন্য অভিনেতা ও অভিনেত্রীকে দায়ী করেছেন মিকা।
এমনকী এই তারকা দম্পতিকে কটাক্ষ করে গায়ক জানান, “ এই মুহূর্তে দু’জনেই বাড়িতে বসে। হাতে কাজ নেই। তার কারণ ঈশ্বর উপর থেকে সব দেখেন, কাউকে কাঁদিয়ে সুখে থাকা যায় না।”
তবে এর পাল্টা উত্তর দিতে ছাড়েননি বিপাশাও। তিনি জানান, এ বার মিকার তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন বাঙালি-কন্যে। বিপাশা বলেছেন, "খারাপ মানুষের গলার আওয়াজ বেশি। দায় না নিয়ে বরং লোকের দিকে আঙুল তোলাই তাঁদের কাজ। তাই এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন ও নেতিবাচক প্রভাব জীবনে পড়তে দেবেন না। দুগ্গা দু্গ্গা।"
বিয়ের ঠিক আগে 'ডেঞ্জারস' নামে একটি ছবি করেন কর্ণ বিপাশা। এই ছবিরই প্রযোজক ছিলেন মিকা। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। কিন্তু বিপাশার বায়না রাখতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল মিকাকে।
মিকা জানিয়েছেন, " এই ছবিটার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ছবিটির বাজেট বেড়ে হয় ১৫ কোটি। ৫০ জনের দল নিয়ে লন্ডনে শুটিং শুরু হলেও নানা ছুতোয় কাজে বাধা দিতে শুরু করেন বিপাশা। এমনকী একাধিক দিন শুটিংয়ে দেরি করে আসতেন বিপাশা।" চিত্রনাট্যের প্রযোজনে কিছু অতিরিক্ত দৃশ্যের প্রয়োজন ছিল। কিন্তু বিপাশার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তিনি আরও জানিয়েছেন, শুধু শুটিংয়ের সময় নয় ডাবিংয়ের সময় নানা টালবাহনা করতে থাকেন। গলা খারাপ বলে একাধিক দিন বাতিল করেছেন। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন মিকা বলে জানা গিয়েছে।


