মুম্বইতে আয়োজিত হল 'ব্যাড বয়'-এর স্পেশাল স্ক্রিনিং, ছবিতে ডেবিউ করছে মিঠুন চক্রবর্তীর ছেলে নামসি চক্রবর্তী
২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ব্যাড বয়, তার আগে মুম্বইতে আয়োজিত হল ছবির স্পেশাল স্ক্রিনিং। এই ছবিতে ডেবিউ করছে মিঠুন চক্রবর্তীর ছেলে নামসি চক্রবর্তী ।
২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ব্যাড বয়, তার আগে মুম্বইতে আয়োজিত হল ছবির স্পেশাল স্ক্রিনিং । এই ছবিতে ডেবিউ করছে মিঠুন চক্রবর্তীর ছেলে নামসি চক্রবর্তী । ছবিটি পরিচালনা করছে রাজকুমার সন্তোষী । নামসি ছাড়াও রয়েছে সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশি, রাজপাল যাদব, জনি লিভার ও অন্যান্যরা ।