- Home
- Entertainment
- Bollywood
- Mouni Roy: বডিহাগিং আউটফিটে ভাইরাল মৌনির হট লুক, স্বামীর সঙ্গে উপস্থিত হলেন Badmaash Club-এ
Mouni Roy: বডিহাগিং আউটফিটে ভাইরাল মৌনির হট লুক, স্বামীর সঙ্গে উপস্থিত হলেন Badmaash Club-এ
- FB
- TW
- Linkdin
সদ্য আন্ধেরিতে উদ্বোধন হল বদমাশ ক্লাব। এটি একটি রেস্তোরাঁ। আর এই রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে খবরে এলেন মৌনি রায়। লাইম লাইট চুরি করে নিলেন নায়িকা। স্বামীর সঙ্গে হাজির হলেন বলিখ্যাত মৌনি রায়।
নীল রঙের শর্ট ড্রেসে হাজির হন মৌনি। বডিহাগিং এই ড্রেস ছিল হাই স্লিট। সঙ্গে পায়ে ছিল হাই হিল ও হাতে ম্যাচিং ব্যাগ। এরই সঙ্গে মেকআপ ছিল মানানসই। এদিন নীল এই শর্ট ড্রেসে বেশ আকর্ষণীয় লাগছিল মৌনিকে। আর তার পর থেকেই খবরে রয়েছেন তিনি।
স্বামী সূরয নাম্বিয়ার সঙ্গে হাজির হন মৌনি। আন্ধেরিতে এই রেস্তোরাঁ উদ্বোধনে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু, সেখানে তাঁর সেক্সি লুক নজর কাড়ল সকলের। উপস্থিত হতেই স্পট লাইট চুরি করলেন অভিনেত্রী মৌনি রায়। এই নীল শর্ট ড্রেসে যে ফুটে উঠছিল তাঁক আকর্ষণীয় লুক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
প্রায়শই ফোটোশ্যুট করিয়ে খবরে আসেন মৌনি রায়। তাঁর আকর্ষণীয় চেহারা সব সময় উঠে আসে খবরে। যে কোনও পোশাকে স্পষ্ট হয় তাঁর আকর্ষণীয় লুক। মৌনির ফ্যাশন সেন্স বারে বারে মুগ্ধ করেছে দর্শকদের। কাজ থেকে ফোটোশ্যুট এই সব নিয়ে সব সময়ই বলিউ চর্চার শীর্ষে থাকেন মৌনি রায়।
কদিন আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে খবরে এসেছিলেন মৌনি। সেখানে নীল জলের সামনে হলুদ রঙের আউট ফিটে দেখা গিয়েছিল তাঁকে। হলুদ লং গাউনে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল মৌনিকে। প্রথম দিন তিনি হলুদ আউট ফিটে সকলকে চমক দিয়ে ছিলেন। এর সঙ্গে হালকা মেকআপ নজর কাড়ে সকলের।
অন্য দিন তাঁকে অফ শোল্ডার ক্রপ টপ ও স্কার্টে দেখা যায়। ক্রিম রঙের স্কার্ট ও সোনালি প্রিন্টেড অফ শোল্ডার ক্রপ টপ পরেছিলেন মৌনি রায়। এই পোশাকেও বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। ছবি পোস্ট করা মাত্রই তা হয়েছিল ভাইরাল। এরই সঙ্গে একদিন সিলভার গাউনে দেখা দেন মৌনি। বুকের কাছে ছিল সিকোয়েন্সের কাজ করা। তলার অংশ ছিল সাদা। বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে।
কদিন আগে ইতালি গিয়েছেন মৌনি। সেখান থেকে প্রতিদিনই নিজের ছবির পোস্ট করে চলেছেন নায়িকা। কোনও ছবিতে স্বামী সূরজ নামভির সঙ্গে দেখা গিয়েছে তো কোনওটায় বন্ধুদের সঙ্গে। সবেতেই বোল্ড লুকে দেখা যাচ্ছে মৌনিকে। সব ছবিতেই আকর্ষণীয় লাগছে তাঁকে। প্রায় সব দিনই নায়িকা পরেছেন আকর্ষণীয় পোশাক।
কোথাও লাল টু পিসে দেখা যাচ্ছে তাঁকে। কোথাও দেখা যাচ্ছে বরের সঙ্গে। কোথাও সাদা টপ আর স্কাই ব্লু শর্ট স্কার্টে দেখা গিয়েছে মৌনিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি দিয়েছেন তিনি। আবার কোনও ছবিতে বন্ধু ও বরের সঙ্গে আয়নার সামনে পোজ দিয়েছেন।
আবার বৃষ্টির মাঝে ছাতা নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে মৌনিকে। আবার একটি ছবিতে ঝড়নার সামনে দেখা যাচ্ছে। আবার ইতালির ছবিতও পোস্ট সাইডসিনের ছবিতও পোস্ট করেছেন মৌনি। কখনও তাঁকে দেখা গিয়েছেন নীল রঙের পোশাকে।
অধিকাংশ পোশাকেই উন্মক্ত তাঁর শরীরের অধিকাংশ অংশ। একটিকে তাঁকে শর্ট স্কার্ট ও অফ শোল্ডার ক্রপ টপে দেখা গিয়েছে। এমন সকল ছবি দেখে একজন কমেন্ট করেন, ‘যা বাকি আছে সেটাও দেখান ম্যাম। আপনি বিখ্যাত হয়ে যাবেন।’