সংক্ষিপ্ত
বহুদিন ধরে খবর লোকসানে চলছে ধর্মা প্রোডাকশন। ছবি তেমন ব্যবসা করতে পারছে না। এই ক্ষতি পূরণ করতে প্রিমিয়ার বন্ধ করে কস্ট কাটিং করেছেন। তাতেও লাভ হয়নি। এছাড়াও অনেক পদক্ষেপ নিয়েও ব্যর্থ করণ। সে কারণে কারণে প্রযোজনা সংস্থার একটি অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেন করণ জোহর। এমনই খবর বলিউডে।
ধর্মা প্রোডাকশনের ৯০.৭ শতাংশের মালিক করণ জোহর। আর বাকি ৯.২৪ শতাংশের মালিক তাঁর মা হিরু জোহর। দীর্ঘদিন ধরে লোকশানে চলার কারণে ধর্মা প্রোডাকশনের প্রায় ৩০ শতাংশ অংশ বিক্রি করতে চলেছেন করণ।
এখন প্রশ্ন হল ধর্মা প্রোডাকশন কিনবে কে। প্রথমে শোনা গিয়েছিল, তিনি কথা বলেছিলেন গৌতম আদানির সঙ্গে। কিন্তু, বিষয়টি বেশি দূর এগোয়নি। তারপর গোয়েঙ্কা গোষ্ঠীর সঙ্গে কথা বলেন। শোনা যায়, গোয়েঙ্কা গোষ্ঠীর মালিকাধীন সারেগামা ইন্ডিয়া প্রযোজনা সংস্থার কিনতে চলেছে। পরে যদিও এই খবরও চাপা পড়ে যায়। এখন শোনা যাচ্ছে এরা কেউ নন। বরং মুকেশ আম্বানি কিনতে চলেছেন প্রযোজনা সংস্থা। বিভিন্ন সংস্থাক অংশীদার মুকেশ আম্বানি। তালিতায় আছে জিও স্টু়ডিও, ভায়াকম ১৮ স্টুডিও, একতা কাপুরের বালাজি টেলিফিল্ম-সহ আরও কত কী। এবার সেই তালিকায় ঢুকতে চলেছে করণ জোহরের সংস্থা।
এখন দেখার শেষ পর্যন্ত কী হয়। করণ সত্যিই আম্বানিকে তাঁর সংস্থার নির্দিষ্ট অংশ বিক্রি করেন নাকি অন্য কেউ হবে এর মালিক তা সময়ের সঙ্গে জানা যাবে। আপাতত এমনই কানাঘুষো বলিপাড়ায়। মেলেনি কোনও নিশ্চিত সংবাদ। সবই সময়ের অপেক্ষা।