- Home
- Entertainment
- Bollywood
- স্টেজ শো থেকে বলিউড, ১১০ কোটির মালকিন এই তারকা! জীবনে গিয়েছে ভয়াবহ ঘাত-প্রতিঘাত
স্টেজ শো থেকে বলিউড, ১১০ কোটির মালকিন এই তারকা! জীবনে গিয়েছে ভয়াবহ ঘাত-প্রতিঘাত
স্টেজ শো থেকে বলিউড, ১১০ কোটির মালকিন এই তারকা! জীবনে গিয়েছে ভয়াবহ ঘাত-প্রতিঘাত

বলিউড গায়িকা নেহা কক্কর ৬ জুন ৩৭তম জন্মদিন পালন করবেন। ১৯৮৮ সালে ঋষিকেশে জন্ম নেওয়া গায়িকা অনেক অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন।
মাত্র ৪ বছর বয়সে নেহা কক্কর জাগ্রতে দেবীগীতি গাওয়া শুরু করেছিলেন। এর জন্য তিনি কিছু টাকা পেতেন।
গানের রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এ ১১ বছর বয়সে নেহা কক্কর প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।
নেহা কক্কর গানের প্রতি ভালোবাসা কম করেননি, তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। ২০০৯ সালে "ব্লু থিম" গান দিয়ে আলোচনায় আসেন।
নেহা কক্কর এখন বলিউডের জনপ্রিয় গায়িকা। তিনি একটি গানের জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
নেহা কক্কর গানের পাশাপাশি রিয়েলিটি শো-এর বিচারক। বিদেশের লাইভ কনসার্ট আয়ের বড় উৎস।
নেহা কক্করের কাছে ১০০ থেকে ১২০ কোটি টাকার মধ্যে সম্পত্তি রয়েছে।
নেহা কক্করের মার্সিডিজ বেঞ্জ GLS 350, Audi Q7 এবং BMW বিলাসবহুল গাড়ি রয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

