New Year 2024: নতুন বছরে চমক দিতে আসছে এই সাত ছবি, দেখে নিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
মেরি ক্রিসমাস
শ্রীরাম রাঘবন পরিচালনায় আসছে মেরি ক্রিসমাস। ক্যাটরিনা কইফ এবং বিজয় সেতুপতি আসছেন এই ছবি দিয়ে। ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
ম্যাঁয় অটল হুঁ
অটলবিহারী বাজপেয়ীর জীবন নিয়ে আসছে ম্যাঁয় অটল হুঁ। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী। ছবি পরিচালনা করছেন রবি যাদব। ১৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
ফাইটার
ঋত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোণ এবং অনিল কাপুর অভিনীত ফাইটার আসছে শীঘ্রই। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। একেবারে ভিন্ন কাহিনি নিয়ে আসছে ছবিটি।
পুষ্পা দ্য রুল
শীঘ্রই আসছে পুষ্পা দ্য রুল। পুষ্পা ছবির সাফল্যের পর আসছে এই সিক্যুয়েল। ২০২২ সালে মুক্তি পায় পুষ্পা। এবার আসছে পুষ্পা দ্য রুল।
সিংহম এগেন
রোহিত শেট্টির পরিচালনায় আসছে সিংহম এগেন। ১৫ অগস্ট মুক্তি পাবে সিংহম এগেন ছবিটি। করিনা কাপুর খান, অজয় দেবগণ, রণবীর সিংহ, টাইগার স্রফ আসছে ছবিটি।
ভুলভুলাইয়া ৩
চলতি বছরে আসছে ভুলভুলাইয়া ৩। কার্তিক আরিয়ান ও বিদ্যা বালন অভিনীত ছবিটি আসছে ২০২৪ সালে। বক্স অফিসে এর আগে সফল হয়েছিল ভুলভুলাইয়া এবং ভুলভুলাইয়া ২। এবার আসছে সিক্যুয়েল।
কলকি ২৮৯৮ এডি
নাগ অশ্বিন পরিচালনায় আসছে কলকি ২৮৯৮ এডি। শ্যুটিং চলছে দীর্ঘদিন। ছবিতে খলচরিত্রে আসছে শাশ্বত চট্টোপাধ্যায়। কলকি ২৮৯৮ এডি ছবিতে রয়েছে একাধিক হেভি ওয়েট তারকা। প্রভাস, দীপিকা পাড়ুকোণ, অমিতাভ বচ্চন রয়েছে ছবিতে।