'ওজি'র শুটিং হঠাৎ স্থগিত! মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ইমরান হাশমি, তাই বর্তমানে শুটিং স্থগিত করে রাখা হয়েছে…
করোনার প্রকোপ আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। ফলে মাস্ক আবারও দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছে। এই পরিস্থিতির মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ইমরান হাশমি। তিনি পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। তাঁর শরীরে জ্বর, গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।
রক্ত পরীক্ষার পর জানা যায় যে, ইমরান হাশমি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাই আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন। প্রযোজনা সংস্থা জানিয়েছে, অভিনেতার চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। একটি সূত্র জানায়, “শুটিং চলাকালীনই ইমরান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তিনি আবার শুটিংয়ে ফিরবেন।”
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘ওজি’ ইমরান হাশমির প্রথম তেলুগু ভাষার ছবি। এই ছবি মুক্তি পাবে বিশ্বব্যাপী, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তেলুগু সুপারস্টার পবন কল্যাণের সঙ্গে সমান গুরুত্বের চরিত্রে দেখা যাবে ইমরানকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমানে হিন্দি সিনেমা জগতে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে গেছে। প্রযোজকরা এখন আর নতুন ধরনের বা পরীক্ষামূলক কাজ করতে আগ্রহী নন।


