অস্কার ২০২৫-এর মঞ্চে সঞ্চালক কোন্যান ও ব্রায়নের রসিকতা ছিল নজরকাড়া। হিন্দি, স্প্যানিশ, ম্যান্ডারিন ভাষায় কথা বলার পাশাপাশি ভারতীয়দের নিয়ে মজা করেছেন তাঁরা।
সকলের নজরে অস্কার ২০২৫। সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও ব্রায়ন আগেই জানিয়েছিলেন, কথার মাঝে নানান বিষয় মজার মন্তব্য করবেন তিনি। এবারের অস্কারের মঞ্চে সকলের নজর কাড়ল সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও ব্রায়নের রসিকতা।
সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও ব্রায়ন এবার হিন্দি, স্প্যানিশ ও ম্যান্ডারিন ভাষায় কথা হলে। তাঁর বক্তব্যেও উঠে আসে ভারতের কথাও। ভারতের মানুষ প্রাতরাশ করতে করতে অস্কার দেখছেন- এমন বলেন তিনি। তাঁর কথা শুনে হাসতে থাকেন সকলে।
চিনের আছেও আর্থিক সাহায্য চান তিনি। চিনের ছবিতে যাতে তাঁকে কাজ দেওয়া হয় সে কথা বলেন সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও ব্রায়ন। তেমনই রসিকতা করে আর্থিক সাহায্য চান।
তেমনই তিনি মশকরা করেন অভিনেত্রী কার্লা সোফিয়াকে নিয়ে। চলতি বছরে সব থেকে চর্চিত ছবি এমিলিয়া পেরেজ। ছবিতে রূপান্তরকামী অভিনেত্রী কার্লা সোফিয়াকে নিয়ে মন্তব্য করেন।
এবছরের সেরা ছবি হয়েছে অ্যানোরা। সেরা অভিনেতার পুরস্কার পান অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), সেরা অভিনেত্রী হন মিকি ম্যাডিসন (অ্যানোরা), সেরা পরিচালক- সিয়ান বেকার (অ্যানোরা), সেরা পার্শ্ব অভিনেতা- কিরণ কালকিন (দ্য রিয়েল পেইন), সেরা পার্শ্ব অভিনেত্রী- জোই সালদানা (এমিলি পেরেজ), সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং- দ্য সাবস্টেন্স। সেরা পোশার ডিজাইনার - পল তাজেওয়েল (উইকেট)। সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি- ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেসষ সেরা অ্যানিমেটেড ছবি- ফ্লো, সেরা চলচ্চিত্র সম্পাদনার পুরস্কার পায় অ্যানোরা (সিয়ান বেকার)। সেরা অভিযোজিত চিত্রনাট্য - পিটার স্ট্রাগন (কনফ্লেভ)। সেরা চিত্রনাট্য- অ্যানোরা (সিয়ান বেকার)।
এবার অস্কারের সূচনা হয় দাবানল- বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে। এবছরের শুরুতে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় হলিউডও। আরিয়ানা গ্রান্ডে একটি গান গেয়ে অনুষ্ঠানের সবচনা করেন। এভাবে খবরে এসেছে অস্কার মঞ্চের খুটিনাটি। অস্কার মঞ্চে সঞ্চালকের মুখে হিন্দি শোনা যায়। ভারতীয়দের নিয়ে রসিকতা হয় মঞ্চে।


