সংক্ষিপ্ত
জয়ী হতে পারল না শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য অস্কার থেকে বাদ পড়ল।
অস্কার নিয়ে খুশির মেজাজ বলিপাড়ায়। ভারতে এ দ্বিতীয় অস্কার। এস এস রাজামৌলির আরআরআর ছবির নাটু নাটু গান দিতে নিল অস্কার। এই খবরে সর্বত্র খুশির মেজাজ। মৌলিক গানের বিভাগে সেরা শিরোপা পেল নাটু নাটু। এর আগে ২০০৯ সালে জয় হো গানের জন্য অস্কার পেয়েছিলেব এআর রহমন, গুলজার, রসুল পুকুটি। তারপর দীর্ঘ প্রতিক্ষার পর ভারতে এ দ্বিতীয় অস্কার। অস্কারের মঞ্চে ফের জয় পেল ভারত। এই খবরে সকলে যখন আনন্দ করছেন এরই মাঝে একটি খবর মন হল ভারাক্রান্ত।
জয়ী হতে পারল না শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য অস্কার থেকে বাদ পড়েছে। অস্কার পেল নাভালনি। এই ক্যাটাগরির জন্য তিনজন মনোনীত হয়েছিল। অল দ্য বিউটি অ্যান্ড গ্য ব্লাডশেড, ফায়ার অফ লাভস এ হাউস মেড অফ স্প্লিন্টার। ‘অল দ্যাট ব্রিদস’ হল দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র যা এই বিভাগে মনোনীত হয়েছে। রিন্টু থমাস ও সুস্মিতা ঘোষের লেখা।
‘অল দ্যাট ব্রিদস’ ডকুমেন্টারিটি দুই ভাইয়ের কখা বলে। সৌদ ও নাদিমের গল্প। যারা দিল্লিতে এটকি পাখি ক্লিনিক চালায়। গত দই দশকে ক্লিনিকে ২০,০০০ টিরও বেশি আহত পাখি উদ্ধার হয়। আহত পাখিকে তারা কীভাবে উদ্ধার করল। কীভাবে আবর্তিত হয়েছে গল্প। কিন্তু, জয় হাতছাড়া হয়ে গেল অবশেষ।
১২ মার্চ অনুষ্ঠিত হল অস্কার ২০২৩। ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডসের বেস্ট অরিজিন্যাল সং বিভাগে মনোনীত হয়েছে নাটু নাটু। আর এই গানে অস্কারের মঞ্চে পারফর্ম করেন লরেন গটলিব। তিনি ২০১৩ সালে এবিসিডি- এনি বডি ক্যান ডান্স ছবিতে পারফর্ম করেছেন। এদিকে তিনি শুক্রবার, লস অ্যাঞ্জেলসের আইকনিক হলিউড সাইননের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। আর লিখেছিলেন, ‘বিশেষ খবর। অস্কারসে আমি নাটু নাটু গানে পারফর্ম করছি। আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আপ্লুত। উইশ মি লাক। ‘ আর এই গানটিই জিতে নিল জয়ের মুকুট। রিহানা, লেডি গাগার মতো তারকাদের টেক্কা দিল নাটু নাটু। টেক্কা দিয়ে চূড়ান্ত জয় পেলেন চন্দ্র বোস এএমএস কীরাবাণী। ছবি মুক্তির এত মাস পরেই এমন সাফল্য হয়তো সত্যিই কেউ আশা করেননি।
.আরও পড়ুন
ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে ব়্যাম্প মাতালেন ফ্যাশনিস্তারা, নজর কাড়লেন ইশান খাট্টার
Sushmita Sen: হলুদ লেহঙ্গাতে Lakme Fashion Week-এর মঞ্চ দাপিয়ে বেড়ালেন সুস্মিতা সেন