সংক্ষিপ্ত
হাতিদের রক্ষার বার্তা নিয়ে এই ছবিতে মানুষ ও পশুর মধ্যেকার সম্পর্ককে তুলে ধরা হয়েছে।
অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবার ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্রের মুকুট উঠল 'দ্য এলিফ্যান্ট হুইসপারারস' ছবিটির মাথায়। মুহূর্তে লস অ্যঞ্জলসের ডলবু থিয়েটার জুড়ে ভারতের জয়জয়কার শোনা গেল। ছবিটির পরিচালনায় ছিলেন পরিচালক কারটিকি গনসালভেস। হাতিদের রক্ষার বার্তা নিয়ে এই ছবিতে মানুষ ও পশুর মধ্যেকার সম্পর্ককে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রের প্রযোজনায় ছিলেন গুনিত মোঙ্গা। প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কারের তাজ মাথায় পড়ল 'দ্য এলিফ্যান্ট হুইসপারারস'।
২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ করে এই তথ্যচিত্রটি। রঘু নামের এক অনাথ হস্তিসাবকের বেড়ে ওঠার গল্পই এই সিনেমায় ফুটে উঠেছে। মুদুমালাই ন্যশনাল পার্কের দম্পতি বোমান ও বেল্লি সাবকটিকে সন্তান স্নেহে বড় করে তোলেন। মানুষ ও পশুর সম্পর্কের সূক্ষ সমীকরণের নিখুঁত বুননই এই গল্পের মূল প্রেক্ষাপট। এছাড়া প্রাকৃতিক দৃশ্যও এই ছবির একটা আকর্ষণের দিক। ২০২২ সালের ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছে কারটিকি গনসালভেস পরিচালিত তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইসপারারস। ২০২৩ সালের মার্চের মধ্যেই অস্কারের সর্বোচ্চ সম্মান উঠল তার হাতে।
এছাড়া ভারতে দ্বিতীয় অস্কার এল এস এস রাজামৌলির 'আর আর আর' ছবির 'নাটু নাটু'গানের হাত ধরে। মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু'। ২০০৯ সালে জয় হো গানের জন্য অস্কার পেয়েছিলেন এআর রহমান, গুলজার, রসুল পুকুটি। তারপর কেটে গেছে বেশ কয়েকটি বছর। অস্কার নমিনেশনে নাম উঠলেও অধরাই ছিল অস্কার। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। অরিজিনাল সং ক্যাটেগরিতে অস্কার পেলেন আরআরআর ছবিরগানের কম্পোজার এমএম কীরাবাণী। তেলেগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতে নিল'আর আর আর' ছবির 'নাটু নাটু'গান । সারা বিশ্বে যেন জয়ের পতাকা উড়িয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। তার পরিচালিত ছবি 'আর আর আর'নিয়ে যেন উত্তেজনা টগবগিয়ে ফুটছিল দর্শকদের মধ্যে। এবার ভারতকে অস্কার পুরস্কার দিয়ে আবারও জয়ের পতাকা ওড়ালেন এস এস রাজামৌলি। এর আগেও গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেয়েছে। এই খেতাব জয়ের পরই ২৮ তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে ঝুলিতে এসেছিল বড় সম্মান। রাজামৌলির 'আর আর আর' ছবির 'নাটু নাটু' পেয়েছিল সেরা গানের সম্মান। পাশাপাশি বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের সম্মানও পেয়েছিল এই ছবি।ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জয়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'আর আর আর' ছবির কলাকুশলীদের অনেক অভিনন্দন। এবং সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক্স চয়েজ পুরস্কার বিজয়ী হওয়ার জন্য।