Bollywood News
এক কথায় বলতে গেলে পরিয়ায়ী শ্রমিকদের কাছে ভগবান তিনি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সকলের নজর কেড়েছেন লকডাউনে সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের কাছে এক কথায় বলতে গেলে তিনিই হলেন পরিত্রাতা। এবার ব্যঙ্করেই সেই উক্তি সামনে আসা এক কার্টুনে ভাইরাল অভিনেতা।
You are awesome bhai ❤️🙏 https://t.co/rEv5aTkpK3
— sonu sood (@SonuSood) September 16, 2020
যতদিন এগোচ্ছে ততই যেন সুশান্তের মৃত্যুজট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। মুম্বই পুলিশ,বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মুম্বই পুলিশ,বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি জেরায় বলিউডের বড় রাঘববোয়ালদের নামও ফাঁস করেছে রিয়া। ফের বিপাকে বলিউডের হেভিওয়েট পরিচালক-প্রযোজক করণ জোহর। দেদার চলছে নিষিদ্ধ মাদকের আসর। সেখানেই রয়েছে বলিউডের এ-লিস্টাররা।পুরোনো ভিডিও নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে দিল্লির প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শিরসা এনসিবি-র কাছে করণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
#Exposed #DrugAddictStars
— Manjinder Singh Sirsa (@mssirsa) September 14, 2020
याद कर लीजिये इस वीडियो में दिख रहे हर चेहरे को
कुछ ही दिनों में ये लोग नारकोटिक्स कंट्रोल ब्यूरो के दफ़्तर के बाहर लाइन में खड़े नज़र आएंगे!! अपनी ड्रग पार्टियों के कारण जेल जाने की तैयारी में!#UdtaBollywood pic.twitter.com/vAPH0zASOu