Bollywood News
একাধিকবার এনসিবি-র জেরার মুখে পড়েই মাদক সেবনের কথা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া। শুধু তাই নয়, বলিউডের ২৫ জন হাই প্রোফাইল তারকার নামও উঠে এসেছে রিয়ার জেরায়।ড্রাগের নেশায় আসক্ত সারা আলি খানের নাম এনসিবি-র জেরায় ফাঁস করেছেন রিয়া। রিয়ার দাবি, নিয়মিত মাদক সেবন করেন সারা আলি খান। পাশাপাশি মাদকের কারবারি ও পাচারকারীদের সঙ্গেও নাকি তার নিয়মিত যোগাযোগ রয়েছে। রিয়ার এই দাবির পর জোর জল্পনা শুরু হয়েছে। এই জল্পনার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সুশান্তের বাগান বাড়িতে ধূমপান করতে দেখা গেছে সারা। রিয়ার বিস্ফোরক বয়ানের সঙ্গে যেন ভিডিওর ফুটেজ অনেকটাই মিলে যাচ্ছে। ভিডিও ভাইরাল হতেই বাড়ছে জল্পনা।
#SushantSinghRajputDeathCase : सारा-सुशांत का Unseen...Super Exclusive वीडियो
— India TV (@indiatvnews) September 14, 2020
वायरल वीडियो में स्मोक करते नजर आए सारा और सुशांत#SaraAliKhan #SushantCase #DrugsCase #NCBTeam
https://t.co/aiQDkXbYpn
বলিউড ধীরে ধীরে ফাঁসছে মাদকচক্রে। ড্রাগের নেশায় আসক্ত থাকে একাধিক অভিনেতা অভিনেত্রীরা। করণ জোহার থেকে শুরু করে বড়ো তারকাদের স্ত্রীয়েরা আয়োজন করে ড্রাগ পার্টির। এমনই নানা অভিযোগ উঠে আসছে কঙ্গনা রনাওয়াত সহ ইন্ডাস্ট্রিতে কাজ করা কিছু টেকনিশিয়ানদের থেকে। অভিনেত্রী সারা আলি খান এবং রাকুল প্রীত সিংয়ের নামও জড়িয়েছে মাদক নেশার কাহিনিতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত থেকে শুরু করে রিয়া চক্রবর্তীর নাম উঠে আসা অবধি সব ঠিকই ছিল। হঠাৎ মাদক বিষয়টি ঢুকতেই ফাঁসছে বড়ো বড়ো তারকারা।